সাতক্ষীরায় সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরায় তিনজন আটক

বাসস
প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১৯:৪৫
সাতক্ষীরায় সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরায় তিনজন আটক। ছবি: বাসস

সাতক্ষীরা, ১২ মার্চ  ২০২৫ (বাসস): জেলায় আজ সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগে তিনজনকে আটক করেছে বনবিভাগ। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আজ বুধবার ভোরে সুন্দরবনের বুড়িগোয়ালিনী স্টেশনের আওতাধীন মান্দারবাড়িয়ার বেহালা কয়লার খাল থেকে তাদের আটক করা হয়।

আটককৃত জেলেরা হলেন- জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের আয়ুব আলীর ছেলে মোস্তাক আলী (৪৯), একই ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের ফুলশাত গাজীর ছেলে খলিল গাজী (৬০) ও ডুমুরিয়া গ্রামের মৃত আতিয়ার রহমান গাজীর ছেলে শফিকুল ইসলাম (৫৫)।

বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার (এসও) জিয়াউর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবেন মজুমদারের নেতৃত্বে বন বিভাগের স্মার্ট টিমের সদস্যরা মান্দারবাড়িয়ার বেহালা কয়লার খাল এলাকা থেকে তিনব্যক্তিকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে একটি নৌকা, চারটি ফাঁস জাল-সহ মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়। 

তিনি আরও জানান, আটককৃত ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
গুণগতমান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্নের নির্দেশ সেতু সচিবের
নিম্নমানের কাগজে পাঠ্যপুস্তক মুদ্রণ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
শ্রমিক জাগরণের লক্ষ্যে ঢাকায় মহাসমাবেশ সফল করতে শিমুল বিশ্বাসের আহবান
ডিএমপিতে সেপ্টেম্বর মাসে সংক্ষিপ্ত বিচারে ২৫৭টি মামলা নিষ্পত্তি
দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও তুরস্ক আলোচনা
শিক্ষার্থী হত্যা : সাবেক ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছসহ পাঁচজন রিমান্ডে
লড়াই করে হারল বাংলাদেশ
ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়ে শিক্ষা উপদেষ্টার অভিনন্দন 
গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৪ অভিবাসী নিহত
১০