সাতক্ষীরায় সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরায় তিনজন আটক

বাসস
প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১৯:৪৫
সাতক্ষীরায় সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরায় তিনজন আটক। ছবি: বাসস

সাতক্ষীরা, ১২ মার্চ  ২০২৫ (বাসস): জেলায় আজ সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগে তিনজনকে আটক করেছে বনবিভাগ। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আজ বুধবার ভোরে সুন্দরবনের বুড়িগোয়ালিনী স্টেশনের আওতাধীন মান্দারবাড়িয়ার বেহালা কয়লার খাল থেকে তাদের আটক করা হয়।

আটককৃত জেলেরা হলেন- জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের আয়ুব আলীর ছেলে মোস্তাক আলী (৪৯), একই ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের ফুলশাত গাজীর ছেলে খলিল গাজী (৬০) ও ডুমুরিয়া গ্রামের মৃত আতিয়ার রহমান গাজীর ছেলে শফিকুল ইসলাম (৫৫)।

বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার (এসও) জিয়াউর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবেন মজুমদারের নেতৃত্বে বন বিভাগের স্মার্ট টিমের সদস্যরা মান্দারবাড়িয়ার বেহালা কয়লার খাল এলাকা থেকে তিনব্যক্তিকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে একটি নৌকা, চারটি ফাঁস জাল-সহ মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়। 

তিনি আরও জানান, আটককৃত ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি তথ্য কেন্দ্রের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পদক্ষেপ
জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
উজবেকিস্তানের আইটি পার্ক সিইও এর সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক শামসুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মধ্যপ্রাচ্যে ‘আপ বাংলাদেশ’-এর ৩৮ সদস্যের কমিটি ঘোষণা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৩৩৭ মামলা
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৫৯ জন গ্রেফতার
সেনাবাহিনী প্রধানের নিজস্ব কোনো ফেসবুক প্রোফাইল নেই : আইএসপিআর
পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহারের মহড়া করবে রাশিয়া-বেলারুশ
প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন
১০