শেরপুরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা

বাসস
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১৭:১৫
গ্রাম আদালত বিষয়ক কর্মশালা। ছবি : বাসস

শেরপুর, ১৬ মার্চ ২০২৫ (বাসস): জেলা সদরে আজ গ্রাম আদালত বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার দুপুরে ২ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ রাজীব উল আহসানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। 

এ কর্মশালায় জেলায় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এ টি এম আমিনুল ইসলাম, জেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক নুরুজ্জামান চৌধুরী, জেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লুৎফর রহমান, গ্রাম আদালত প্রকল্পের প্রজেক্ট কোঅর্ডিনেটর মারুফ আহম্মেদ, শেরপুরের পাঁচ উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ, গ্রাম আদালত প্রকল্পের জেলা মেনেজার মো. গোলাম রব্বানী,প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা ও সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল এবং উপজেলার গ্রাম আদালত প্রকল্পের পাঁচটি উপজেলার কোঅর্ডিনেটররা উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা বলেন, গ্রাম আদালতের সুবিধাসমূহ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। গ্রামীণ জনগণের জন্য ন্যায় বিচার সহজতর করার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগকে জোরালো ভূমিকা রাখতে হবে। এছাড়া নারীদের অংশগ্রহণ বৃদ্ধিসহ গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করতে হবে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জীবাশ্ম জ্বালানি পৃথিবীতে গ্রীনহাউস গ্যাস ছড়াচ্ছে : আলোচনায় বিশেষজ্ঞ মতামত 
এনসিপিসহ ২২ দলের মাঠপর্যায়ের তদন্ত প্রতিবেদন ৩১ আগস্টের মধ্যে চায় ইসি
মাতৃদুগ্ধ শিশুদের আদর্শ পুষ্টি সরবরাহ করে: বিশেষজ্ঞ অভিমত
আগামীকাল অনুশীলন ম্যাচে মুখোমুখি হবে জাতীয় দলের ক্রিকেটরারা
এসএ গেমসে নারী হ্যান্ডবলে স্বর্ণ জিততে চান রুবিনা
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধনে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ইসি সচিব
রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় ঐক্যের আহ্বান রাজনৈতিক দলগুলোর
সীমানা নিয়ে দ্বিতীয় দিনের শুনানি: ৫১৩ আবেদন নিষ্পত্তি করেছে ইসি
প্রতিরক্ষা তহবিল আত্মসাতের অভিযোগে রুশ কর্মকর্তা গ্রেফতার
পুলিশের ১২ ডিআইজি বদলি 
১০