চবির ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষা: ২০.২৪ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ

বাসস
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১৮:০৪

চট্টগ্রাম, ১৬ মার্চ, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের প্রথমবর্ষের (স্নাতক) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ২০ দশমিক ২৪ শতাংশ শিক্ষার্থী। 

আজ রবিবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ওয়েবসাইটে এ ফল প্রকাশিত হয়। 

এতে পাশ করেছেন ১২ হাজার ৬৫৬ জন পরীক্ষার্থী। অনুত্তীর্ণের হার ৭৯ দশমিক ৭৬ শতাংশ।

বিষয়টি নিশ্চিত করেছে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক কলা ও মানববিদ্যা অনুষদের ডিন দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান।
 
কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের অধীনে আসন রয়েছে ১ হাজার ২২১টি। এর বিপরীতে আবেদন করেন ৭৩ হাজার ১৭১ জন শিক্ষার্থী। 

তবে, তিনটি কেন্দ্রে মোট উপস্থিত ছিলেন ৬২ হাজার ৫২৫ জন শিক্ষার্থী। এরমধ্যে উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৬৫৬ জন। 

প্রসঙ্গত, গত শনিবার (৮ মার্চ) তিন বিভাগীয় শহরে (ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চবির ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে এবার আবেদন করেন ২ লাখ ৭১ হাজার ২৩৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

আগামী ২২ মার্চ সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ‘ডি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৪ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হওয়ার মধ্যে দিয়ে শেষ হবে এবারের ভর্তিযুদ্ধ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জীবাশ্ম জ্বালানি পৃথিবীতে গ্রীনহাউস গ্যাস ছড়াচ্ছে : আলোচনায় বিশেষজ্ঞ মতামত 
এনসিপিসহ ২২ দলের মাঠপর্যায়ের তদন্ত প্রতিবেদন ৩১ আগস্টের মধ্যে চায় ইসি
মাতৃদুগ্ধ শিশুদের আদর্শ পুষ্টি সরবরাহ করে: বিশেষজ্ঞ অভিমত
আগামীকাল অনুশীলন ম্যাচে মুখোমুখি হবে জাতীয় দলের ক্রিকেটরারা
এসএ গেমসে নারী হ্যান্ডবলে স্বর্ণ জিততে চান রুবিনা
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধনে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ইসি সচিব
রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় ঐক্যের আহ্বান রাজনৈতিক দলগুলোর
সীমানা নিয়ে দ্বিতীয় দিনের শুনানি: ৫১৩ আবেদন নিষ্পত্তি করেছে ইসি
প্রতিরক্ষা তহবিল আত্মসাতের অভিযোগে রুশ কর্মকর্তা গ্রেফতার
পুলিশের ১২ ডিআইজি বদলি 
১০