বুটেক্স ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বাসস
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১৯:১১

ঢাকা, ১৬ মার্চ, ২০২৫ (বাসস) : বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে পাস করেছেন ৩ হাজার ৮০ জন শিক্ষার্থী।

আজ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়েছে।

মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছেন আনিকা মুন, তার পরীক্ষার রোল নম্বর ০০৭২৯১। দ্বিতীয় স্থান অর্জন করেছেন হোসেইন শাহরিয়ার মাহি (রোল নম্বর ০০৯২৩১) এবং তৃতীয় স্থান অধিকার করেছেন তাকিয়া তাসনিম (রোল নম্বর ০০৮৫১৪)।

গত ৭ মার্চ বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস ও বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

বুটেক্সে এ বছর ১১টি বিভাগে ৬৪০টি আসনে শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এর মধ্যে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগে ৮০টি করে আসন রয়েছে।

এছাড়া, টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স, ডাইস অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪০টি করে আসন বরাদ্দ রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপুরে বন্য হাতির আক্রমণে দুইজনের মৃত্যু
গার্মেন্টস মালিকরা হয় শ্রমিকদের বেতন দেবেন না হয় জেলে যাবেন: শ্রম উপদেষ্টা
ইউক্রেন সীমান্তের কুরস্ক অঞ্চল পরিদর্শনে পুতিন: ক্রেমলিন
পাকিস্তানে যক্ষ্মা আক্রান্ত হাতিকে দৈনিক খাওয়ানো হচ্ছে ৪০০ ট্যাবলেট                      
১৫৯টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করার দাবি রাশিয়ার
মুক্ত হয়ে দেশে ফিরেছেন ভেনেজুয়েলায় আটক সাবেক মার্কিন সেনাসদস্য: হোয়াইট হাউস
আদালতের আদেশ সত্ত্বেও অভিবাসীদের দক্ষিণ সুদানে নির্বাসিত করছে আমেরিকা
দূষণের প্রভাব জানতে আর্কটিকে মেরু ভাল্লুকের চর্বি নিয়ে গবেষণা 
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
২১৮ টি মাদ্রাসায় গ্রন্থাগারিক পদে নিয়োগে আইনি বাধা নেই
১০