স্পেসএক্স বাংলাদেশের বিমানবন্দরে স্টারলিংক পরিষেবা চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে

বাসস
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১৯:৪৩

ঢাকা, ১৬ মার্চ, ২০২৫ (বাসস): স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট পরিষেবা প্রদানকারী স্টারলিংকের মূল কোম্পানি স্পেসএক্স আজ বিমানবন্দরগুলোতে সেবা প্রদানের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেছে।

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার-ভাইস মার্শাল মো. মঞ্জুর কবির ভূঁইয়া এবং স্পেসএক্সের গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইজার রিচার্ড এইচ. গ্রিফিথের মধ্যে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠককালে তারা বাংলাদেশের বিমানবন্দরগুলোতে স্টারলিংকের পরিষেবা চালু করার সম্ভাবনা এবং এর মাধ্যমে যাত্রী পরিষেবা উন্নত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন, বেবিচকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বেবিচক চেয়ারম্যান বাংলাদেশ সফরের জন্য স্পেসএক্স প্রতিনিধিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এই বিষয়ে পারস্পরিক সহযোগিতার আশা প্রকাশ করেন।

গত মাসে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের মধ্যে ফোনে একটি কথোপকথন হয়েছিল।

আলোচনার সময়, তারা বাংলাদেশে স্টারলিংক পরিষেবা চালু করার প্রয়োজনীয়তা এবং যত তাড়াতাড়ি সম্ভব এটি বাস্তবায়নের সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বৈরাচার সরকার উন্নয়নের নামে দেশের পরিবেশ ধ্বংস করে দিয়েছে : ড. আব্দুল মঈন খান
জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু
বুটেক্সিয়ান সোসাইটির ‘নির্মমতার আঁতুড়ঘর: প্রসঙ্গ বুটেক্স ছাত্রলীগ’ বইয়ের মোড়ক উন্মোচন
রাজনৈতিক নেতাকর্মীরাই আসল সমাজকর্মী ও সংস্কারক: এমরান সালেহ প্রিন্স
লালবাগে ডিএমপির অভিযানে ১৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে : ডিএমপি কমিশনার
জনগণ পিআর পদ্ধতির সাথে পরিচিত নয় : রিজভী
কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পার্বত্য উপদেষ্টার
ইসরাইলকে গাজার নাগরিকদের ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত করতে হবে : রেডক্রস
এশিয়া কাপে বাংলাদেশ দলে নুরুল-সাইফ; নেই মিরাজ
১০