চট্টগ্রামে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৩৬ নেতাকর্মী গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ২১:৩০

চট্টগ্রাম, ১৬ মার্চ, ২০২৫ (বাসস): অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি রোধে নগরের সব থানায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) লাগাতার অভিযান চলছে। নগরের বিভিন্ন থানা এলাকা থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 

রবিবার (১৬ মার্চ) বিকেলে নগর পুলিশের জনসংযোগ শাখার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার দিবাগত রাত থেকে রবিবার সকাল পর্যন্ত অভিযানে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- মো. আলাউদ্দিন (২৬), মো. বাদশাহ (৩৩), মো. নাছির (৪২), মো. সাইফুল ইসলাম (২৫), মো. মোন্না (২০), আব্দুল কুদ্দুছ (৫০), নুরুদ্দীন দানেশ (২০), মো. মারুফ হোসেন (২০), মো. মহিউদ্দিন (১৯), মো. নুরুল ইসলাম লিটন (৩৮), হৃদয় আচার্য্য (২৪), মো. রাকিব মুন্সি (৩২), মো. বাহাদুর (৪৭), মো. জাহাঙ্গীর আলম (৬০), শাহাব উদ্দিন (৩৫), মো. ফোরকান (৩০), মো. সজীব (২১), মো. শাওন (১৯), শামশুল আলম প্রকাশ শমশু আলম (৬০), মো. আজাদ হোসেন রিপন (৩৫), মো. শিহাব হোসাইন (৪৯), আব্দুল মজিদ (৪৩), মো. রুবেল (৩৫), মো. সুমন মন্ডল (৩২), ফখরুল মাহামুদ আল নাহিয়ান (১৯), মো. জনি (২৪), মো. দেলোয়ার (৩৫), মো. জুম্মান (২০), মো. মুন্না (১৯), পাহাড়তলী থানা জয় বাংলা পরিষদের আইনবিষয়ক সম্পাদক টিটু কুমার ধর (৩৫), মো. মনির হোসেন জিসান (১৯), মো. সোলায়মান (৫৫), মোছাম্মৎ জান্নাত আক্তার (২৬), নানু মির্জা (৫৭), মো. মকবুল ওরফে মঈল ওরফে খোকন (২৬) এবং আব্দুর রহিম প্রকাশ বুলেট বাবু (৩৩)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসীবিরোধী আইনে ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসী বিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ
দলীয় নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত দুই যুবদল নেতা বহিষ্কার
সুনামগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
গুণগতমান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্নের নির্দেশ সেতু সচিবের
নিম্নমানের কাগজে পাঠ্যপুস্তক মুদ্রণ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
শ্রমিক জাগরণের লক্ষ্যে ঢাকায় মহাসমাবেশ সফল করতে শিমুল বিশ্বাসের আহবান
ডিএমপিতে সেপ্টেম্বর মাসে সংক্ষিপ্ত বিচারে ২৫৭টি মামলা নিষ্পত্তি
দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও তুরস্ক আলোচনা
শিক্ষার্থী হত্যা : সাবেক ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছসহ পাঁচজন রিমান্ডে
১০