বাগেরহাটে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতা

বাসস
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১৪:১৭
বাগেরহাট জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশের ব্যাপক তৎপরতা। ছবি: বাসস

বাগেরহাট, ১৭ মার্চ, ২০২৫ (বাসস) : পবিত্র রমজানে এবং আসন্ন ঈদে বাগেরহাট জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাগেরহাট জেলা পুলিশের ব্যাপক তৎপরতা রয়েছে। 

বাগেরহাট-খুলনা, মোংলা কাটাখালি, হাইওয়ে সড়কে পুলিশ নিয়মিত টহলের পাশাপাশি নওয়াপাড়া ও ফকিরহাটে পৃথক চেকপোস্ট স্থাপন করেছে। আজ থেকে পুলিশের বিশেষ টহল চালু করা হয়েছে ।

এ ব্যাপারে বাগেরহাটের পুলিশ সুপার, তৌহিদুল আরিফ বাসস কে জানান, বাগেরহাটের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে এবং এটা অব্যাহত রাখার জন্য ইতোমধ্যে ফেব্রুয়ারি মাসের ৯ তারিখ থেকে অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে সন্দেহভাজনদের আটক করা হচ্ছে। ২ মার্চ থেকে জেলার সব থানায় বিশেষ অভিযান চলছে। এসব অভিযানে প্রায় চার শতাধিক গ্রেফতার করা হয়েছে। আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। রমজানে হাইওয়েতে টহল জোরদার করা হয়েছে। নওয়াপাড়া  ও ফকিরহাটে চেক পোস্ট বসানো হয়েছে। আসন্ন ঈদুল ফিতরে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে আজ ১৬ রমজান থেকে আরো বিশেষ টহল ব্যবস্থা চালু করা হবে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, বাগেরহাট শহরের অভিজাত মার্কেটগুলোতে পুলিশের সর্বাত্মক টহল রয়েছে। এছাড়া সাদা পোশাকেও পুলিশের সকল গোয়েন্দা সংস্থার সদস্যরা ব্যাপক রয়েছে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে বাগেরহাট জেলাজুড়ে পুলিশ সতর্কাবস্থা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই হওয়া উচিত : সেলিম উদ্দিন
অপ্রতুল বিনিয়োগে স্বাস্থ্যসেবার মান কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি : ডা. রফিক
লেবানন হিজবুল্লাহকে নিরস্ত্র করলে ‘ধাপে ধাপে’ সেনা প্রত্যাহারের প্রস্তাব নেতানিয়াহুর
১০