ইঞ্জিন বিকল হওয়ায় ভৈরবে আটকা পড়েছে  কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন

বাসস
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১৭:১২
ইঞ্জিন বিকল হওয়ায় ভৈরবে আটকা পড়েছে  কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন। ছবি: বাসস

কিশোরগঞ্জ, ১৭ মার্চ, ২০২৫ (বাসস): ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জ এক্সপ্রেসে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ভৈরবে আটকা পড়েছে। এ ঘটনায় ভোগান্তিতে পড়েছেন শতশত যাত্রী। ইঞ্জিন মেরামতে কত সময় লাগতে পারে তা নিশ্চিত নন ট্রেনের কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার দুপুর পৌনে ২টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের অদূরে কালিকাপ্রসাদ নামক স্থানে এসে বিকল হয়ে পড়ে কিশোরগঞ্জ এক্সপ্রেসে ট্রেনের ইঞ্জিন।

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার খলিলুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সকাল সাড়ে ১০টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে সোয়া ১টায় ভৈরব জংশনে এসে পৌঁছায়। সেখানে নির্দিষ্ট সময়ের যাত্রা বিরতির পর কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে ট্রেনটি। ভৈরব থেকে কয়েক কিলোমিটার সামনে কালিকাপ্রসাদ নামক স্থানে আসতেই ইঞ্জিন বিকল হয়ে পড়ে। রেলপথের যোগাযোগ সচল রাখতে অন্য ট্রেনের ইঞ্জিন দিয়ে উল্টো পথে ফের ভৈরব স্টেশনে নিয়ে যাওয়া হয় ট্রেনটিকে।ইঞ্জিন মেরামত বা অন্য ইঞ্জিন আসতে কত সময় লাগতে পারে তা বলা যাচ্ছে না।

তবে ইঞ্জিন বিকল হওয়ায় ট্রেনের যাত্রীরা চরম ভোগান্তিতে পরেছেন। দ্রুত সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের কাছে আহবান জানিয়েছেন যাত্রীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পেমেন্ট সিস্টেম অপারেটরদের জন্য নতুন প্রবিধানের খসড়া প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক
তাইজুলকে বাদ দিয়ে উইলিয়ামসনকে নিল ডারবান
১৯৭৫ সালের বিপ্লব ও জুলাইয়ের গণঅভ্যুত্থান একই প্রেক্ষাপট থেকে উদ্ভূত : আসিফ মাহমুদ
বন্দুক নিয়ন্ত্রণে গ্রিসে কঠোর পদক্ষেপ
কুষ্টিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি’র আলোচনা সভা 
সিলেটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
৭ নভেম্বরের সিপাহি-জনতার অভ্যুত্থান স্মরণে দেশব্যাপী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত 
ব্যারিস্টার মওদুদের কবর জিয়ারতের মাধ্যমে ফখরুলের নির্বাচনী প্রচারণা শুরু 
সিলেটে আগামী মাসে অনুষ্ঠিত হবে হাসন রাজা ‘স্মরণোৎসব’ 
১৯৭৫ এর ৭ নভেম্বর নতুন করে আমরা স্বাধীনতার মুখ দেখেছি : রুহুল কবির রিজভী 
১০