ইঞ্জিন বিকল হওয়ায় ভৈরবে আটকা পড়েছে  কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন

বাসস
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১৭:১২
ইঞ্জিন বিকল হওয়ায় ভৈরবে আটকা পড়েছে  কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন। ছবি: বাসস

কিশোরগঞ্জ, ১৭ মার্চ, ২০২৫ (বাসস): ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জ এক্সপ্রেসে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ভৈরবে আটকা পড়েছে। এ ঘটনায় ভোগান্তিতে পড়েছেন শতশত যাত্রী। ইঞ্জিন মেরামতে কত সময় লাগতে পারে তা নিশ্চিত নন ট্রেনের কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার দুপুর পৌনে ২টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের অদূরে কালিকাপ্রসাদ নামক স্থানে এসে বিকল হয়ে পড়ে কিশোরগঞ্জ এক্সপ্রেসে ট্রেনের ইঞ্জিন।

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার খলিলুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সকাল সাড়ে ১০টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে সোয়া ১টায় ভৈরব জংশনে এসে পৌঁছায়। সেখানে নির্দিষ্ট সময়ের যাত্রা বিরতির পর কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে ট্রেনটি। ভৈরব থেকে কয়েক কিলোমিটার সামনে কালিকাপ্রসাদ নামক স্থানে আসতেই ইঞ্জিন বিকল হয়ে পড়ে। রেলপথের যোগাযোগ সচল রাখতে অন্য ট্রেনের ইঞ্জিন দিয়ে উল্টো পথে ফের ভৈরব স্টেশনে নিয়ে যাওয়া হয় ট্রেনটিকে।ইঞ্জিন মেরামত বা অন্য ইঞ্জিন আসতে কত সময় লাগতে পারে তা বলা যাচ্ছে না।

তবে ইঞ্জিন বিকল হওয়ায় ট্রেনের যাত্রীরা চরম ভোগান্তিতে পরেছেন। দ্রুত সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের কাছে আহবান জানিয়েছেন যাত্রীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভারতের ভিডিওকে আওয়ামী লীগের ওপর নির্যাতন বলে অপপ্রচার শনাক্ত: ফ্যাক্টওয়াচ
সুন্দরবনে সাঁতার কাটতে নেমে নিখোঁজ মাহিদের মরদেহ ‎৩০ ঘণ্টা পর উদ্ধার
অসুস্থ হেফাজত নেতা ফারুকীর সাথে সাক্ষাৎ করবে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল
ফ্রান্সে জালিয়াতির তদন্তের সম্মুখীন লেবাননের সাবেক প্রধানমন্ত্রী
দুর্গাপূজা উপলক্ষে মেলান্দহ বিএনপির মতবিনিময়
কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার প্রচেষ্টায় ঝাঁপিয়ে পড়তে হবে : বিএনপি মহাসচিব
জাতীয় ঐক্যের স্বার্থে জুলাই সনদে সাক্ষরে আগ্রহী ইসলামী আন্দোলন বাংলাদেশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারের মৃত্যুতে জামায়াত আমীর ও রুয়া নেতৃবৃন্দের শোক
পাকিস্তানকে হারিয়ে সুপার ফোরের দ্বারপ্রান্তে ভারত
কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান বিষয়ক মতবিনিময় সভা ও জাতীয় পরিচয়পত্র বিতরণ
১০