অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

বাসস
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১৭:১৮
অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। ছবি: বাসস

চট্টগ্রাম, ১৭ মার্চ ২০২৫ (বাসস): অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন ও খোলা রোদে শুকানোসহ বিভিন্ন অভিযোগে চট্টগ্রাম নগরের চারটি সেমাই কারখানাকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ সোমবার চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার চাক্তাই এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। 

অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক আনিসুর রহমান ও রানা দেব নাথ।

জানা গেছে, সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেসার্স এমরান সেমাই ফ্যাক্টরি, রফিক ফুড প্রোডাক্টস, মেসার্স আবদুর রহিম সেমাই ফ্যাক্টরি ও মোস্তফা সেমাই ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়।

অভিযানে সেমাই ফ্যাক্টরিগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন ও খোলা রোদে শুকানোসহ বিভিন্ন অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায়, রফিক ফুড প্রোডাক্টসকে ১ লাখ, মোস্তফা সেমাই ফ্যাক্টরিকে ১লাখ, মেসার্স এমরান সেমাই ফ্যাক্টরিকে ৪০ হাজার এবং মেসার্স আবদুর রহিম সেমাই ফ্যাক্টরিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের সতর্কও করা হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০