লংগদুতে বজ্রপাতে যুবকের মৃত্যু

বাসস
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১৭:২২

রাঙ্গামাটি,১৭ মার্চ, ২০২৫ (বাসস) : জেলার লংগদু উপজেলায় আজ বজ্রপাতে জাবেদ আলী (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুর দেড়টায় উপজেলায় নিজেদের কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। সে বগাচতর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বগাচতর মুসলিম ব্লক এলাকার বাবুল হোসেনের ছেলে।

পারিবারিক সুত্রে জানা যায়, সকালে সে পরিবারের সদস্যদের সঙ্গে তাদের কৃষি জমিতে কাজ করতে যায়। দুপুরে দিকে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতের বিকট শব্দ হলে জাবেদের শরীরে বজ্রপাতে আঘাত লাগে। এসময় তার শরীর পুড়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে আসা হলে  তার মৃত্যু হয়।

এ বিষয়ে লংগদু উপজেলা থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ বাসসকে মুঠোফোনে জানান, সোমবার দুপুরে নিজ জমিতে কাজ করার সময় বজ্রপাতে জাবেদ আলী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে বলে জানান তিনি।

লংগদু সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোস্তফা মনির বিষয়টি নিশ্চিত করে বাসসকে বলেন, বজ্রপাতে আহত ছেলেটিকে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষার নীরিক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০