কক্সবাজারে টমটম চালক হত্যাকারী মোস্তফাসহ তিন ভাই গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১৮:৫১

কক্সবাজার, ১৭ মার্চ, ২০২৫ (বাসস) : কক্সবাজার শহরের পাহাড়তলীতে টমটম চালক মুজিবকে প্রকাশ্যে কুপিয়ে হত্যাকারী মোস্তফা ও তার অপর সহযোগী দুই ভাইকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

আজ সোমবার এক সংবাদ সম্মেলনে র‌্যাব জানায় রোববার এই হত্যাকাণ্ডের পর থেকে র‌্যাব হত্যাকারীদের গ্রেফতারে অভিযানে নামে। 

র‌্যাব জানায়, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে ঘটনার পরপরই র‌্যাবের একাধিক দল বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। র‌্যাব সদস্যরা প্রযুক্তি ব্যবহার করে কক্সবাজার শহর ও টেকনাফ থেকে পৃথক অভিযানে ঘটনার মূল হোতা স্থানীয় ইসলামপুর এলাকার মো. হোছনের পুত্র সন্ত্রাসী মোস্তফা ও তার দুই ভাইকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় হত্যার আলামত হিসেবে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। অন্যান্য সহযোগীদের গ্রেফতার অভিযান চালাচ্ছে র‌্যাব। 

এদিকে এই হত্যাকাণ্ডের পর থেকে বিক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকার মানুষ। তারা গতকাল রাতেই ঘাতকদের বাড়ি গুড়িয়ে দিয়েছে এবং আজ সোমবার দুপুরে কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। এসময় তারা ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পেমেন্ট সিস্টেম অপারেটরদের জন্য নতুন প্রবিধানের খসড়া প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক
তাইজুলকে বাদ দিয়ে উইলিয়ামসনকে নিল ডারবান
১৯৭৫ সালের বিপ্লব ও জুলাইয়ের গণঅভ্যুত্থান একই প্রেক্ষাপট থেকে উদ্ভূত : আসিফ মাহমুদ
বন্দুক নিয়ন্ত্রণে গ্রিসে কঠোর পদক্ষেপ
কুষ্টিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি’র আলোচনা সভা 
সিলেটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
৭ নভেম্বরের সিপাহি-জনতার অভ্যুত্থান স্মরণে দেশব্যাপী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত 
ব্যারিস্টার মওদুদের কবর জিয়ারতের মাধ্যমে ফখরুলের নির্বাচনী প্রচারণা শুরু 
সিলেটে আগামী মাসে অনুষ্ঠিত হবে হাসন রাজা ‘স্মরণোৎসব’ 
১৯৭৫ এর ৭ নভেম্বর নতুন করে আমরা স্বাধীনতার মুখ দেখেছি : রুহুল কবির রিজভী 
১০