তিনঘণ্টা পর ভৈরব স্টেশন ছেড়ে গেছে কিশোরগঞ্জ এক্সপ্রেস

বাসস
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১৯:৩৭
কিশোরগঞ্জ এক্সপ্রেস। ছবি: বাসস

কিশোরগঞ্জ, ১৭ মার্চ ২০২৫ (বাসস): জেলায় আজ বিকালে তিনঘণ্টা পর ভৈরব স্টেশন ছেড়ে গেছে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন। 

আখাউড়া থেকে ইঞ্জিন এনে বিকেল ৫টার দিকে ট্রেনটি স্টেশন ছেড়ে যায়। 

এর আগে, সোমবার দুপুর পৌঁনে ২টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের অদূরে কালিকাপ্রসাদ নামক স্থানে এসে বিকল হয়ে পড়ে কিশোরগঞ্জ এক্সপ্রেসে ট্রেনের ইঞ্জিন।

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার খলিলুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সকাল সাড়ে ১০টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে সোয়া ১টায় ভৈরব জংশনে এসে পৌঁছায়। 

সেখানে নির্দিষ্ট সময়ের যাত্রা বিরতির পর কিশোরগঞ্জের উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে আসে। ভৈরব থেকে কয়েক কিলোমিটার সামনে কালিকাপ্রসাদ নামক স্থানে আসতেই ইঞ্জিন বিকল হয়ে পড়ে। রেলপথের যোগাযোগ সচল রাখতে অন্য ট্রেনের ইঞ্জিন দিয়ে উল্টো পথে পুনরায় ট্রেনটিকে ভৈরব স্টেশনে নেয়া হয়। 

পরে আখাউড়া থেকে ইঞ্জিন এনে বিকেল ৫টার দিকে কিশোরগঞ্জ এক্সপ্রেসে ট্রেনটি ভৈরব স্টেশন ছেড়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০