ফটিকছড়িতে তিন ইটভাটা মালিককে ৭ লাখ টাকা জরিমানা

বাসস
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ২০:১০
সোমবার ট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধ একাধিক ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ছবি: বাসস

চট্টগ্রাম, ১৭ মার্চ, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধ একাধিক ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিন ইটভাটার মালিককে সাত লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী।

অভিযানে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন, ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দীন ও ফটিকছড়ির ভুজপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। 

ইটভাটাগুলো হলো- মেসার্স বাংলা বাজার ব্রিকস, মেসার্স ন্যাশনাল ব্রিকস এবং মেসার্স ফটিকছড়ি ব্রিকস।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, সোমবার দিনভর উপজেলার পাইন্দং, লম্বাবিল এবং ভুজপুরের কাজীরহাট এলাকায় তিনটি অবৈধ ইটভাটায় অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন অপরাধে এসব ভাটা মালিককে জরিমানা করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) আইনের বিভিন্ন ধারা লঙ্ঘন করায় তিনটি ভাটাকে মোট ৭ লাখ টাকা জরিমানা করা হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০