রোহিঙ্গা প্রত্যাবাসনে রোডম্যাপ নিশ্চিত করতে হবে : পররাষ্ট্র উপদেষ্টা

বাসস
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ২০:১৩ আপডেট: : ১৭ মার্চ ২০২৫, ২০:২১
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নবনিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে

ঢাকা, ১৭ মার্চ, ২০২৫ (বাসস) : পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, একটি রোডম্যাপের মাধ্যমে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক (এফডিএমএন) অর্থাৎ রোহিঙ্গাদের রাখাইন রাজ্যে তাদের মাতৃভূমিতে প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। 

বাংলাদেশে নবনিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, ‘অবিলম্বে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা উচিত।’

জবাবে রাষ্ট্রদূত বলেন, তার সরকার রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত। তিনি রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে দ্রুত প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদানেরও আশ্বাস দিয়েছেন।

বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, অভিবাসন, ভিসা সুবিধাসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং অস্ট্রেলিয়ার কারিগরি ও উচ্চশিক্ষা (টিএএফই)-এর মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, অস্ট্রেলিয়ার এই অংশীদারিত্ব বাংলাদেশের কারিগরি শিক্ষার মানকে আন্তর্জাতিক স্বীকৃতি দেবে, যাতে দক্ষ জনশক্তি বিদেশে যেতে সক্ষম হয়।

তৌহিদ হাসেন হাইকমিশনারকে তার নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশে তার দায়িত্ব পালনকালে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ম্যানচেস্টার সিটির সাথে চুক্তি নবায়ন করতে যাচ্ছেন রুবেন দিয়াস
‘জুলাই ৩৬’ উদযাপনে সংস্কৃতি মন্ত্রণালয়ের ব্যাপক কর্মসূচি
বাংলাদেশে গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে জনগণের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাজ্যের
সিনসিনাতি মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিলেন জকোভিচ
অন্তর্বর্তী সরকারের এক বছরে শিল্প মন্ত্রণালয়ের সংস্কার ও সাফল্য
স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধান উপদেষ্টার
আইন মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের এক বছরে গৃহীত কার্যক্রম
আজ রাত ৮টা ২০ মিনিটে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর : ক্রীড়াঙ্গনে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য
অন্তর্বর্তী সরকারের এক বছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাফল্য
১০