ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে যান চলাচল নিয়ন্ত্রণে গণবিজ্ঞপ্তি জারি করেছে ডিএমপি

বাসস
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ২১:১৯

ঢাকা, ১৭ মার্চ, ২০২৫ (বাসস) : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে বিভিন্ন মার্কেট এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ প্রসঙ্গে আজ গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

গণবিজ্ঞপ্তিতে বলা হয় বিভিন্ন মার্কেট এলাকা দিয়ে চলাচলকারী যানবাহনের সুবিধার্থে আগামী ২১, ২২ ও ২৬ মার্চ হতে ঈদের আগের দিন পর্যন্ত দুপুর একটা থেকে রাত ১০টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায়/সড়কে যানবাহনের চাপ বেশি হলে মহানগরের অন্যান্য রাস্তা চলমান রাখার জন্য নিম্নরূপ ডাইভারশন দেয়া হবে। 

সোনারগাঁও ক্রসিং হতে পান্থপথ (বীর উত্তম কাজী নুরুজ্জামান সড়ক) হয়ে পান্থপথ এলাকা/নিউমার্কেট এলাকা/ধানমন্ডি/মোহাম্মদপুর/ঝিগাতলা/মিরপুরগামী যানবাহনসমূহকে ফার্মগেইট বা শাহবাগ এর দিকে ডাইভারশন দেয়া হবে।

পান্থপথ গ্রীন রোড ক্রসিং হতে সোনারগাঁও ক্রসিংগামী যানবাহনসমূহকে (পান্থপথে ইউটার্নকারী যানবাহনসহ) গ্রিন রোডে/রাসেল স্কয়ার বা ফার্মগেইটের দিকে ডাইভারশন দেয়া হবে।

মিরপুর রোড ও ধানমন্ডি থেকে আগত সাইন্সল্যাব ইন্টারসেকশন হয়ে নিউমার্কেটগামী যানবাহন সমূহকে (সিটি বাস ব্যতীত) সাইন্সল্যাব ক্রসিং হতে বামে মোড় নিয়ে এলিফ্যান্ট রোড বা কাটাবন রোড অথবা পলাশী ক্রসিং হয়ে চলাচলের জন্য ডাইভারশন দেয়া হবে।

নিউমার্কেট ক্রসিং-এ নিউমার্কেটের সামনে দিয়ে মিরপুর সড়কগামী যানবাহন সমূহকে (সিটি বাস ব্যতীত) নিউমার্কেট ক্রসিং হতে নীলক্ষেত ক্রসিং বা আজিমপুর ক্রসিং বা নিউমার্কেট-পিলখানা সড়কের দিকে ডাইভারশন দেয়া হবে।

আগামী ২১, ২২ ও ২৬ মার্চ হতে ঈদের আগের দিন পর্যন্ত উপরোক্ত ডাইভারশন পান্থপথ (বীর উত্তম কাজী নুরুজ্জামান সড়ক) এবং নিউমার্কেট এলাকায় যানবাহনের চাপ বিবেচনা করে মহানগরের অন্যান্য রাস্তা চলমান রাখার জন্য প্রয়োজনবোধে মাঝে মাঝে বলবৎ করা হবে।

ঢাকা মহানগরবাসীর ঈদ কেনাকাটা সুগম করার জন্য কেনাকাটা ব্যতীত অন্যান্য যানবাহন সমূহকে আগামী ২১, ২২ ও ২৬ মার্চ হতে ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত বিভিন্ন মার্কেট সংলগ্ন রাস্তা যথাসম্ভব পরিহার করে বিকল্প পথে চলাচলের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

নিউমার্কেট ক্রসিং হতে সাইন্সল্যাব ক্রসিং পর্যন্ত মিরপুর রোডের উভয় পাশে রিকশা চলাচলের জন্য আলাদা লেন (যে লেন দিয়ে কমপক্ষে তিনটি রিকশা পাশাপাশি চলতে পারবে) তৈরি করা হচ্ছে। সকল রিকশা চালক ও যাত্রীদের উক্ত লেনে চলাচল করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

এমতাবস্থায় পান্থপথ এবং মিরপুর রোডে নিউমার্কেটের সামনে দিয়ে চলাচলকারী যানবাহন সমূহকে উপরোক্ত স্বল্প সময়ের ডাইভারশন এবং মিরপুর রোডের নিউমার্কেট এলাকায় রিকশা লেন মেনে চলাচল করার জন্য অনুরোধ করা হলো। এই বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সকলের সহযোগিতা কামনা করছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন প্রত্যাহারের অনুরোধ শিক্ষা উপদেষ্টার
ইথিওপিয়ার সাড়ে ৬ লক্ষ নারী ও শিশুর খাদ্য সহায়তা বন্ধ ডব্লিউএফপি’র
ঢাবি গবেষণা সংসদের নবীন বরণ অনুষ্ঠিত
বিএমইউ’র সুপার স্পেশালাইজড হাসপাতালে আইসিইউ ইউনিট চালু
এসএসসিতে পরীক্ষার্থী অনুপস্থিতির কারণ অনুসন্ধানের নির্দেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহযোগিতা কার্যক্রম অব্যাহত রাখতে চায় ‘টিকা’
সাঘাটা উপজেলা বিএনপি’র সদস্য সচিব তুলিপকে পদ থেকে অব্যাহতি
সব হাসপাতালে ডেডিকেটেড ডেঙ্গু ইউনিট করার আহ্বান ডিএনসিসি প্রশাসকের
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩১ জন হাসপাতালে ভর্তি
স্ত্রী-কন্যাসহ রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে দুদকের মামলা
১০