প্রবাসী বাংলাদেশিদের ভোটদানে সহায়তার আশ্বাস ওআইসি’র 

বাসস
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ২১:৫৮ আপডেট: : ১৮ মার্চ ২০২৫, ১৫:৪৯

ঢাকা, ১৭ মার্চ, ২০২৫ (বাসস) : বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটদানে সহায়তা করার আশ্বাস দিয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)। 

ওআইসি মিশন প্রধানরা আজ আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে নির্বাচনের প্রস্তুতি বিষয়ে আলোচনা করতে নির্বাচন কমিশনারদের সাথে বৈঠক করেছেন।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বৈঠকের পর সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশে নিযুক্ত ওআইসি সদস্য দেশগুলির মিশন প্রধানরা প্রবাসী বাংলাদেশীদের আগামী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের জন্য সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন।’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন ওআইসি দূতদের কাছ থেকে সহায়তা চেয়েছিল, যাতে ওইসব দেশে বসবাসকারী প্রবাসীরা ভোট দিতে পারেন। তাদের মধ্যে অনেকেই সহায়তা প্রদানের ইচ্ছা প্রকাশ করেছেন।’

নির্বাচন কমিশনার বলেন, ‘ওআইসি দূতরা বিদেশী নির্বাচন পর্যবেক্ষক দলগুলিকে আমন্ত্রণ জানানোর পরামর্শও দিয়েছেন। আমরা তাদের এই পরামর্শকে স্বাগত জানিয়েছি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইসির নেওয়া প্রস্তুতি সম্পর্কেও তাদের অবহিত করা হয়েছে।’

প্রবাসী বাংলাদেশীদের কাছ থেকে ভোট গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে মো. সানাউল্লাহ বলেন, ‘আমরা তিনটি প্রস্তাবিত বিকল্প নিয়ে চিন্তাভাবনা করছি - একটি সময়সীমাবদ্ধ পোস্টাল ব্যালট সিস্টেম, একটি অনলাইন ভোটিং পদ্ধতি এবং অপরটি প্রক্সি ভোটিং।’

তিনি বলেন, ইসি এখনও এই তিনটি মডেলের কোনওটিই চূড়ান্ত করেনি। সব মডেল নিয়ে আলোচনা চলছে।

বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওথমান সাংবাদিকদের বলেন, তার দেশ বিশেষ করে বিদেশী ভোটারদের জন্য এবং অবাধ ও সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য তার অভিজ্ঞতা বিনিময় করতে ইচ্ছুক।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), চারজন নির্বাচন কমিশনার, ইসি সচিবালয়ের সচিব এবং নির্বাচন কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নিউ ইয়র্ক রাজ্যে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ৫, অনেকেই আহত
দিনাজপুরে মাদকবাহী ট্রাকসহ দুই জন আটক
শিমুল বিশ্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. রফিক
জগন্নাথপুরে রানীগঞ্জ ইউনিয়ন বিএনপির নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন
বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে ইতালির প্রধানমন্ত্রীর সফর স্থগিত, বাতিল নয় : বাংলাফ্যাক্ট
নরসিংদীর রায়পুরায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
স্বৈরাচার সরকার উন্নয়নের নামে দেশের পরিবেশ ধ্বংস করে দিয়েছে : ড. আব্দুল মঈন খান
জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু
বুটেক্সিয়ান সোসাইটির ‘নির্মমতার আঁতুড়ঘর: প্রসঙ্গ বুটেক্স ছাত্রলীগ’ বইয়ের মোড়ক উন্মোচন
রাজনৈতিক নেতাকর্মীরাই আসল সমাজকর্মী ও সংস্কারক: এমরান সালেহ প্রিন্স
১০