প্রবাসী বাংলাদেশিদের ভোটদানে সহায়তার আশ্বাস ওআইসি’র 

বাসস
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ২১:৫৮ আপডেট: : ১৮ মার্চ ২০২৫, ১৫:৪৯

ঢাকা, ১৭ মার্চ, ২০২৫ (বাসস) : বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটদানে সহায়তা করার আশ্বাস দিয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)। 

ওআইসি মিশন প্রধানরা আজ আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে নির্বাচনের প্রস্তুতি বিষয়ে আলোচনা করতে নির্বাচন কমিশনারদের সাথে বৈঠক করেছেন।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বৈঠকের পর সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশে নিযুক্ত ওআইসি সদস্য দেশগুলির মিশন প্রধানরা প্রবাসী বাংলাদেশীদের আগামী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের জন্য সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন।’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন ওআইসি দূতদের কাছ থেকে সহায়তা চেয়েছিল, যাতে ওইসব দেশে বসবাসকারী প্রবাসীরা ভোট দিতে পারেন। তাদের মধ্যে অনেকেই সহায়তা প্রদানের ইচ্ছা প্রকাশ করেছেন।’

নির্বাচন কমিশনার বলেন, ‘ওআইসি দূতরা বিদেশী নির্বাচন পর্যবেক্ষক দলগুলিকে আমন্ত্রণ জানানোর পরামর্শও দিয়েছেন। আমরা তাদের এই পরামর্শকে স্বাগত জানিয়েছি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইসির নেওয়া প্রস্তুতি সম্পর্কেও তাদের অবহিত করা হয়েছে।’

প্রবাসী বাংলাদেশীদের কাছ থেকে ভোট গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে মো. সানাউল্লাহ বলেন, ‘আমরা তিনটি প্রস্তাবিত বিকল্প নিয়ে চিন্তাভাবনা করছি - একটি সময়সীমাবদ্ধ পোস্টাল ব্যালট সিস্টেম, একটি অনলাইন ভোটিং পদ্ধতি এবং অপরটি প্রক্সি ভোটিং।’

তিনি বলেন, ইসি এখনও এই তিনটি মডেলের কোনওটিই চূড়ান্ত করেনি। সব মডেল নিয়ে আলোচনা চলছে।

বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওথমান সাংবাদিকদের বলেন, তার দেশ বিশেষ করে বিদেশী ভোটারদের জন্য এবং অবাধ ও সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য তার অভিজ্ঞতা বিনিময় করতে ইচ্ছুক।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), চারজন নির্বাচন কমিশনার, ইসি সচিবালয়ের সচিব এবং নির্বাচন কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পেমেন্ট সিস্টেম অপারেটরদের জন্য নতুন প্রবিধানের খসড়া প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক
তাইজুলকে বাদ দিয়ে উইলিয়ামসনকে নিল ডারবান
১৯৭৫ সালের বিপ্লব ও জুলাইয়ের গণঅভ্যুত্থান একই প্রেক্ষাপট থেকে উদ্ভূত : আসিফ মাহমুদ
বন্দুক নিয়ন্ত্রণে গ্রিসে কঠোর পদক্ষেপ
কুষ্টিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি’র আলোচনা সভা 
সিলেটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
৭ নভেম্বরের সিপাহি-জনতার অভ্যুত্থান স্মরণে দেশব্যাপী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত 
ব্যারিস্টার মওদুদের কবর জিয়ারতের মাধ্যমে ফখরুলের নির্বাচনী প্রচারণা শুরু 
সিলেটে আগামী মাসে অনুষ্ঠিত হবে হাসন রাজা ‘স্মরণোৎসব’ 
১৯৭৫ এর ৭ নভেম্বর নতুন করে আমরা স্বাধীনতার মুখ দেখেছি : রুহুল কবির রিজভী 
১০