মাগুরা, ১৮ মার্চ ,২০২৫ (বাসস) : মাগুরা সদর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে আজ গ্রীষ্মকালীন মুগ ও তিল ফসলের উপকরণ বিতরণ করা হয়েছে। বেলা ১১ টায় মাগুরা সদর উপজেলা চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাগুরা সদর এ আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান এবং সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মোঃ হুমায়ুন কবির।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গ্রামের শতাধিক কৃষক উপস্থিত ছিলেন। তারা এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং তাদের জমিতে উন্নত চাষাবাদের অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরের খরিপ মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় ১০৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীকে ১ কেজি তিল বীজ , ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার এবং ১০০ জনকে ১ কেজি মুগ বীজ , ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয় ।