সাবেক এমপি আক্তারুজ্জামানের সম্পত্তি ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

বাসস
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১৬:২৯ আপডেট: : ১৮ মার্চ ২০২৫, ১৯:১৪

ঢাকা, ১৮ মার্চ, ২০২৫ (বাসস) : খুলনা-৬ এর সাবেক সংসদ সদস্য মো. আক্তারুজ্জামানের নামে থাকা রাজধানীর ঢাকা ও খুলনায় বিভিন্ন সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

এছাড়া তার ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশও দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

ক্রোক হওয়া সম্পত্তি সমূহের মধ্যে রাজধানীর মোহাম্মদপুরে ২ একর জমি,খুলনায় ২.২২ একর জমি, খুলনা ময়ূরী আবাসিক এলাকায় ৫ কাঠার একটি প্লট ও খুলনার কেসিসি মার্কেটে তিনটি দোকান রয়েছে।

আবেদনে বলা হয়েছে, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী খুলনা-৬ এর সাবেক সংসদ সদস্য মো. আক্তারুজ্জামানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নিজ নামে ঠিকাদারী ব্যবসাসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ পূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে। অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে যে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিগণ তাদের মালিকানাধীন ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন, যা করতে পারলে অত্র অনুসন্ধানের ধারাবাহিকতায় মামলা দায়ের, আদালতে চার্জশিট দাখিল, আদালত কর্তৃক বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধলব্ধ আয় হতে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণসহ সকল উদ্দেশ্যই ব্যর্থ হবে। তাই, সুষ্ঠু অনুসন্ধান ও ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে স্থাবর সম্পত্তিসমূহ ক্রোক ও অস্থাবর সম্পত্তিসমূহ অবরুদ্ধ করার জন্য আবেদন করছি। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই গণঅভ্যুত্থানের ছবি খাগড়াছড়ির দাবি করে অপপ্রচার : বাংলাফ্যাক্ট
খাগড়াছড়ির দাবিতে ভাইরাল ভিডিও ভিন্ন ঘটনার: ফ্যাক্টওয়াচ
দুর্গাপূজা উপলক্ষ্যে টাঙ্গাইলে উপহার বিতরণ বিএনপির
হেফাজতে ইসলামের অসুস্থ নেতার পাশে বিএনপি
খাগড়াছড়ি ও গুইমারায় সাম্প্রদায়িক সহিংসতা সম্পর্কে সেনাবাহিনীর বিবৃতি
রেকর্ড নবমবার এশিয়া কাপের শিরোপা জিতল ভারত
পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
৪৭তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্টের ফল প্রকাশ
রাজধানীতে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেফতার 
নতুন বাংলাদেশ গঠনে প্রবাসীদের জোরালো ভূমিকা রাখার আহ্বান আখতার হোসেনের
১০