নীলফামারী, ১৮ মার্চ ২০২৫ (বাসস) : জেলা সদরে আজ অবৈধ পলিথিন মজুদ ও বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে জেলা শহরের নতুন বাবুপাড়া এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানকালে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না রানী চন্দ।
জেলায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন জানান, অভিযানকালে শহরের নতুন বাবুপাড়া এলাকায় ভাই ভাই স্টোর থেকে মজুদকৃত ৪৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এ ঘটনায় দোকান মালিক আব্দুর রহিমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।