টাঙ্গাইলের মির্জাপুরে আগুনে পুড়ে ছাই ৮ দোকান 

বাসস
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১৩:৪১ আপডেট: : ২০ মার্চ ২০২৫, ১৪:০৬
মির্জাপুরে আগুনে পুড়ে ছাই ৮ দোকান। ছবি : বাসস

টাঙ্গাইল, ২০ মার্চ ২০২৫ (বাসস) : টাঙ্গাইলের মির্জাপুরে মধ্যরাতে আগুনে পুড়ে ঔষুধের দোকানসহ ৮ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতরাত সাড়ে ১২ টার দিকে উপজেলার তরফপুর ইউনিয়নের পাথরঘাটা বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে ।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত প্রায় সাড়ে ১২টার দিকে তারা পাথরঘাটা বাজারের একটি দোকানে আগুন দেখতে পান। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। এক পর্যায়ে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়লে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূঞা বলেন, আগুনের খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে আরও ২টি ইউনিট যুক্ত করা হয়। পরে রাত ২টা ১৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ৮টি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রেকর্ড জয়ে এশিয়া কাপ শুরু করল ভারত
জামায়াত নেতাদের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের বৈঠক
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
১৩ সেপ্টেম্বর বাংলাদেশে আসছেন টাফেল
নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
তিন জেলায় দুদকের অভিযান: সেতু, স্কুল ভবন ও স্বাস্থ্যসেবায় অনিয়ম উদ্‌ঘাটন
বাছাই পর্বের শেষ ম্যাচে হারল আর্জেন্টিনা ও ব্রাজিল
৫৭ রানে অলআউট আরব আমিরাত
জার্মানির বার্লিনে এখনো বিদ্যুৎবিহীন ২০ হাজার ঘর-বাড়ি
১০