টাঙ্গাইলের মির্জাপুরে আগুনে পুড়ে ছাই ৮ দোকান 

বাসস
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১৩:৪১ আপডেট: : ২০ মার্চ ২০২৫, ১৪:০৬
মির্জাপুরে আগুনে পুড়ে ছাই ৮ দোকান। ছবি : বাসস

টাঙ্গাইল, ২০ মার্চ ২০২৫ (বাসস) : টাঙ্গাইলের মির্জাপুরে মধ্যরাতে আগুনে পুড়ে ঔষুধের দোকানসহ ৮ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতরাত সাড়ে ১২ টার দিকে উপজেলার তরফপুর ইউনিয়নের পাথরঘাটা বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে ।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত প্রায় সাড়ে ১২টার দিকে তারা পাথরঘাটা বাজারের একটি দোকানে আগুন দেখতে পান। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। এক পর্যায়ে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়লে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূঞা বলেন, আগুনের খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে আরও ২টি ইউনিট যুক্ত করা হয়। পরে রাত ২টা ১৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ৮টি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাগেরহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
নরসিংদীতে ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ নেতাসহ ৪ জন গ্রেফতার
৪৪ তম বিসিএসের ফল প্রকাশ
চীনের তৃতীয় বিমানবাহী রণতরী নৌবাহিনীর কাছে হস্তান্তর
মেক্সিকোতে নারী নির্যাতন রোধে প্রেসিডেন্ট শেইনবাউমের পদক্ষেপ
নওগাঁয় সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাঁচ শতাধিক পরিবারের বিএনপিতে যোগদান 
শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৩ ও ১৪ জানুয়ারি
আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা
জাতীয় ঐকমত্য কমিশনের ব্যয় নিয়ে তোলা অভিযোগ ভিত্তিহীন: কমিশনের প্রতিবাদ
লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ২০টি দোকান পুড়ে ছাই
১০