
নরসিংদী, ৭ নভেম্বর, ২০২৫ (বাসস) চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানে নরসিংদীর পলাশে আওয়ামী লীগ নেতাসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেনের নেতৃত্বে পলাশ থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
অভিযানে আওয়ামী লীগ নেতা ও ছাত্রলীগ নেতাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ঘোড়াশাল পৌরসভার ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল আজিজ মিয়া ও গজারিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন। পৃথক এলাকা থেকে আরও দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশে জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযান 'ডেভিল হান্ট' চলছে। এরই ধারাবাহিকতায় পলাশ থানাধীন এলাকায় যে কোনো ধরনের অপরাধ দমনে থানা পুলিশের চৌকস টিমকে নিয়ে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ‘অবৈধ কর্মকাণ্ডে জড়িত যে-ই হোক না কেন, কেউ ছাড় পাবে না। সামাজিক নিরাপত্তা ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে বাঁচাতে পুলিশ সর্বদা তৎপর’।