লিগ্যাল এইড-এ অসচ্ছল বিচারপ্রার্থীদের ৪,১৮,৭৪২ মামলায় আইনি সহায়তা

বাসস
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১৪:০৯

।। দিদারুল আলম।।

ঢাকা, ২০ মার্চ, ২০২৫ (বাসস) : জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে অসচ্ছল বিচারপ্রার্থীদের ৪ লাখ ১৮ হাজার ৭৪২ মামলায় আইনি সহায়তা প্রদান করা হয়েছে।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

২০০৯ সাল থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত লিগ্যাল এইড-এর মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়। 

শুরুতে জেলা পর্যায়ে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য এ আইনি সেবা প্রদান শুরু হয়। পরবর্তিতে সুপ্রিম কোর্ট, ঢাকা ও চট্রগ্রামে শ্রমিক আইনগত সহায়তা সেল, দেশের কারাগারগুলোতে এ সেবা চালু হয়।

প্রতিবেদনে বলা হয়, অসচ্ছল বিচারপ্রার্থীদের ৪ লাখ ১৮ হাজার ৭৪২ মামলায় আইনি সহায়তা দেয়া হয়েছে, এর মধ্যে ২ লাখ ১৩ হাজার ৭০৩ মামলা নিষ্পত্তি করা হয়েছে। পাশাপাশি দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২৩৬ কোটি ৭৫ লাখ ৩১ হাজার ৩৮২ টাকা এবং ঢাকা ও চট্রগ্রামে শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৬ কোটি ৬৩ লাখ ২৬ হাজার ২১৫ টাকা আদায় করা হয়েছে। 

২০০৯ সাল থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত জাতীয় আইনগত সহায়তা সংস্থার অধীনে (লিগ্যাল এইড) সরকারি খরচায় আইনি সহায়তাপ্রাপ্ত উপকারভোগী ১১ লাখ ৮২ হাজার ৭৬৭ জন। দেশের ৬৪ জেলা লিগ্যাল  এইড অফিস, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল, সরকারি আইনি সহায়তা জাতীয় হেল্পলাইন কলসেন্টারে (টোল ফ্রি-'১৬৪৩০') এই আইনি সেবা প্রদান করা হয়েছে। উপকারভোগীদের মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২৮ হাজার ৭৬১ জন, দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে  ৯ লাখ ৩৯ হাজার ৮৩১ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ২৯ হাজার ১১৭ জন এবং জাতীয় হেল্পলাইন কলসেন্টারে (টোল ফ্রি-'১৬৪৩০') ১ লাখ ৮৫ হাজার ৫৮ জন রয়েছেন।

দেশে আর্থিকভাবে অস্বচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচায় এ সেবা দেয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
একশ নারী আসনে সরাসরি নির্বাচন দাবি এনসিপি’র
আর্থনা শীর্ষ সম্মেলনে স্বাগত জানানো হয়েছে প্রধান উপদেষ্টাকে 
বিরামপুরে কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ
রাঙ্গামাটিতে রোপা বোরো ধান কাটার উদ্বোধন
উবারের বিরুদ্ধে বিভ্রান্তিকর সাবস্ক্রিপশন কৌশলের অভিযোগে যুক্তরাষ্ট্রে মামলা 
কাতারে স্বাগত সংবর্ধনায় বাংলাদেশী চার নারী ক্রীড়াবিদের যোগদান
কুমিল্লায় বাণিজ্যিকভাবে পান চাষ হচ্ছে,দরকার সরকারি সহযোগিতা
তৃতীয় দিনের খেলা শুরু দুপুর ১টায়
নাটোরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত
জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনানি ৬ মে
১০