চট্টগ্রামে ৩৮ আ. লীগ নেতা-কর্মী গ্রেপ্তার 

বাসস
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১৫:২৫ আপডেট: : ২০ মার্চ ২০২৫, ১৫:৩৪

চট্টগ্রাম, ২০ মার্চ, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি রোধকল্পে নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩৮ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। পুলিশ বলেছে, গ্রেপ্তারকৃতরা সবাই বিভিন্ন থানায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগী।

বৃহস্পতিবার ২০ মার্চ দুপুরে নগর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর থেকে বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন : মো. আব্বাস (৪৫), সফদার আলী (৩৮), ইউনূস (২৮), মিজান (২২), রইস উদ্দিন (৪৫), আব্দুর শুক্কুর (২৮), তোফায়েল (২০), ইমন (২৫), জিহাদ (২২), শহিদুল ইসলাম ফরিদ (৩০), মো. বেলাল (৪৫), কাজী মো. ইমরান হোসেন (২২), মো. জামাল মুন্সি (৪৮), মনির হোসেন (৩৮), মো. শামীম হোসেন মজুমদার (৩৫), মো. সইফুল আলম (৩৮), রাব্বি আল আহমেদ (২৮), মহি উদ্দিন (৪০), মো. ফারুক (২৭), মো. আকরাম হোসেন (২৫), মো. সোহেল (২৭), জহিরুল ইসলাম (৪৫), মো. শাহিনুর রহমান (৩২)।

গ্রেপ্তারের তালিকায় থাকা অন্যান্যরা হলেন : মো. সালাহ উদ্দিন (৩০), মো. শাকিল (২৪), আনোয়ার হোসেন প্রকাশ মালিঙ্গা (২৬), হুমায়ুন কবির (৪৫), মো. নাজিম উদ্দিন (৩৪), মো. মানিক (২৫), আব্দুল কাদের ইমন (২৩), আসাদুজ্জামান রাফি (২৬), মো. ইউনুছ (২৯), মো. ইমাম হোসেন (৩৭), মো. রহমত (৩২), নুরুল হক (৩২), বাবুল (২০), সাদ্দাম হোসেন (৩৫) ও নাজিম উদ্দিন হায়দার (৪৭)। 

বিজ্ঞপ্তিতে জানানো হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসীবিরোধী আইনে ৩৮ জনকে গ্রেপ্তার করা রয়েছে। আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসী বিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে জানান। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হরিজন সম্প্রদায়ের আবাসনের জন্য ১৩টি ১০তলা ও একটি ছয় তলা ভবন নির্মাণ করা হবে: স্থানীয় সরকার উপদেষ্টা
বাংলাদেশের ব্যবসায়িক সম্ভাবনা কাজে লাগাতে বিদেশী বিনিয়োগ চান অধ্যাপক ইউনূস
কাতারে বাংলাদেশি মহিলা খেলোয়াড়রা ব্যস্ত দিন কাটিয়েছেন
টঙ্গীতে একাধিক হত্যা মামলার আসামি অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া গ্রেফতার 
কাতার বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ সমঝোতা স্মারক নবায়ন করবে
দেশের সব সেক্টরকে ধ্বংস করে গেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ : এ্যানি
ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকট উপেক্ষা করা উচিত হবে না বিশ্বের : প্রধান উপদেষ্টা
হাকিম-মিলন চত্বরে ছাত্রদল নেতাকর্মীদের পরিচ্ছন্নতা অভিযান
সারা দেশে পুলিশের অভিযানে ১ হাজার ৬ শ’ ১০ জন গ্রেফতার
কুমিল্লায় বিশ্ব অটিজম সচেতনতা দিবসে আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ
১০