চট্টগ্রামে ৩৮ আ. লীগ নেতা-কর্মী গ্রেপ্তার 

বাসস
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১৫:২৫ আপডেট: : ২০ মার্চ ২০২৫, ১৫:৩৪

চট্টগ্রাম, ২০ মার্চ, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি রোধকল্পে নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩৮ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। পুলিশ বলেছে, গ্রেপ্তারকৃতরা সবাই বিভিন্ন থানায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগী।

বৃহস্পতিবার ২০ মার্চ দুপুরে নগর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর থেকে বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন : মো. আব্বাস (৪৫), সফদার আলী (৩৮), ইউনূস (২৮), মিজান (২২), রইস উদ্দিন (৪৫), আব্দুর শুক্কুর (২৮), তোফায়েল (২০), ইমন (২৫), জিহাদ (২২), শহিদুল ইসলাম ফরিদ (৩০), মো. বেলাল (৪৫), কাজী মো. ইমরান হোসেন (২২), মো. জামাল মুন্সি (৪৮), মনির হোসেন (৩৮), মো. শামীম হোসেন মজুমদার (৩৫), মো. সইফুল আলম (৩৮), রাব্বি আল আহমেদ (২৮), মহি উদ্দিন (৪০), মো. ফারুক (২৭), মো. আকরাম হোসেন (২৫), মো. সোহেল (২৭), জহিরুল ইসলাম (৪৫), মো. শাহিনুর রহমান (৩২)।

গ্রেপ্তারের তালিকায় থাকা অন্যান্যরা হলেন : মো. সালাহ উদ্দিন (৩০), মো. শাকিল (২৪), আনোয়ার হোসেন প্রকাশ মালিঙ্গা (২৬), হুমায়ুন কবির (৪৫), মো. নাজিম উদ্দিন (৩৪), মো. মানিক (২৫), আব্দুল কাদের ইমন (২৩), আসাদুজ্জামান রাফি (২৬), মো. ইউনুছ (২৯), মো. ইমাম হোসেন (৩৭), মো. রহমত (৩২), নুরুল হক (৩২), বাবুল (২০), সাদ্দাম হোসেন (৩৫) ও নাজিম উদ্দিন হায়দার (৪৭)। 

বিজ্ঞপ্তিতে জানানো হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসীবিরোধী আইনে ৩৮ জনকে গ্রেপ্তার করা রয়েছে। আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসী বিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে জানান। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাদ্রিদে ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৪
কিশোরগঞ্জে পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
জুলাই সনদ যথাযথ বাস্তবায়ন না হলে সংকট দূর হবে না : সারজিস আলম
ফ্লোটিলা আটকের ঘটনাকে ‘জলদস্যুতা’ বলে নিন্দা তুরস্কের
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে : তথ্য উপদেষ্টা
বাণিজ্য চুক্তির পর ভারতে বৃটিশ প্রধানমন্ত্রী স্টারমার
পিরোজপুরের নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু 
টাইফয়েড টিকাদান কার্যক্রম বাস্তবায়নে সমন্বয় কমিটি 
সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় ইইউ : আমীর খসরু
মাগুরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন,সচেতনতামূলক কর্মশালা 
১০