সমুদ্রে ৫৮ দিন মাছ আহরণ নিষিদ্ধ

বাসস
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১৬:১২ আপডেট: : ২০ মার্চ ২০২৫, ১৬:২৭
বাগেরহাট জেলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার জেলা টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

বাগেরহাট, ২০ মার্চ, ২০২৫ (বাসস) : সমুদ্রে মাছ আহরণ ৫৮ দিন নিষিদ্ধ করা হয়েছে জেলা টাস্ক ফোর্স কমিটির সভায়। বাগেরহাট জেলা জেলা প্রশাসকে সম্মেলন কক্ষে আজ বেলা ১১টায় এ সভা  অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এ. এস. এম রাসেল। প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।

বাংলাদেশের সমুদ্র সীমায়  ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন মাছ আহরণ নিষিদ্ধ করা হয়েছে।ইলিশসহ সব প্রজাতির  সামুদ্রিক মাছ ধরা আহরণ বেচাকেনা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।এছাড়াও বাগেরহাটের শরনখোলা বলেশ্বর ও নিকটবর্তী সমুদ্রে এক সপ্তাহ ৭ দিন সম্পূর্ণ জাটকা নিধন বন্ধ ঘোষণার সিদ্বান্ত গ্রহণ করা হয়। এ অলস সময়ে জেলেদের খাদ্য নিশ্চিত করার পদক্ষেপ গ্রহণ করা হয়। গভীর সমুদ্রে এ সময় কোস্টগার্ড ও নৌবাহিনীর টহল জোরদার করা হবে বলে সভায় বলা হয়। এছাড়াও জেলেদের মধ্যে জনসচেতনতার জন্য শরণখোলা স্পিড বোর্ড যোগে মাইকিং ও লিফলেট বিতরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বক্তব্য রাখেন, কোস্টগার্ডের লেফটেন্যান্ট ইশমাম হাসান ফাহিম,(পশ্চিম জোন) সিনিয়র সহকারী পরিচালক রাজকুমার বিশ্বাস, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার অঞ্জন বিশ্বাস, বাগেরহাট মৎস্য আড়তদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক অনুপকুমার বিশ্বাস প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাগেরহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
নরসিংদীতে ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ নেতাসহ ৪ জন গ্রেফতার
৪৪ তম বিসিএসের ফল প্রকাশ
চীনের তৃতীয় বিমানবাহী রণতরী নৌবাহিনীর কাছে হস্তান্তর
মেক্সিকোতে নারী নির্যাতন রোধে প্রেসিডেন্ট শেইনবাউমের পদক্ষেপ
নওগাঁয় সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাঁচ শতাধিক পরিবারের বিএনপিতে যোগদান 
শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৩ ও ১৪ জানুয়ারি
আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা
জাতীয় ঐকমত্য কমিশনের ব্যয় নিয়ে তোলা অভিযোগ ভিত্তিহীন: কমিশনের প্রতিবাদ
লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ২০টি দোকান পুড়ে ছাই
১০