সমুদ্রে ৫৮ দিন মাছ আহরণ নিষিদ্ধ

বাসস
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১৬:১২ আপডেট: : ২০ মার্চ ২০২৫, ১৬:২৭
বাগেরহাট জেলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার জেলা টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

বাগেরহাট, ২০ মার্চ, ২০২৫ (বাসস) : সমুদ্রে মাছ আহরণ ৫৮ দিন নিষিদ্ধ করা হয়েছে জেলা টাস্ক ফোর্স কমিটির সভায়। বাগেরহাট জেলা জেলা প্রশাসকে সম্মেলন কক্ষে আজ বেলা ১১টায় এ সভা  অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এ. এস. এম রাসেল। প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।

বাংলাদেশের সমুদ্র সীমায়  ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন মাছ আহরণ নিষিদ্ধ করা হয়েছে।ইলিশসহ সব প্রজাতির  সামুদ্রিক মাছ ধরা আহরণ বেচাকেনা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।এছাড়াও বাগেরহাটের শরনখোলা বলেশ্বর ও নিকটবর্তী সমুদ্রে এক সপ্তাহ ৭ দিন সম্পূর্ণ জাটকা নিধন বন্ধ ঘোষণার সিদ্বান্ত গ্রহণ করা হয়। এ অলস সময়ে জেলেদের খাদ্য নিশ্চিত করার পদক্ষেপ গ্রহণ করা হয়। গভীর সমুদ্রে এ সময় কোস্টগার্ড ও নৌবাহিনীর টহল জোরদার করা হবে বলে সভায় বলা হয়। এছাড়াও জেলেদের মধ্যে জনসচেতনতার জন্য শরণখোলা স্পিড বোর্ড যোগে মাইকিং ও লিফলেট বিতরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বক্তব্য রাখেন, কোস্টগার্ডের লেফটেন্যান্ট ইশমাম হাসান ফাহিম,(পশ্চিম জোন) সিনিয়র সহকারী পরিচালক রাজকুমার বিশ্বাস, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার অঞ্জন বিশ্বাস, বাগেরহাট মৎস্য আড়তদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক অনুপকুমার বিশ্বাস প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হরিজন সম্প্রদায়ের আবাসনের জন্য ১৩টি ১০তলা ও একটি ছয় তলা ভবন নির্মাণ করা হবে: স্থানীয় সরকার উপদেষ্টা
বাংলাদেশের ব্যবসায়িক সম্ভাবনা কাজে লাগাতে বিদেশী বিনিয়োগ চান অধ্যাপক ইউনূস
কাতারে বাংলাদেশি মহিলা খেলোয়াড়রা ব্যস্ত দিন কাটিয়েছেন
টঙ্গীতে একাধিক হত্যা মামলার আসামি অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া গ্রেফতার 
কাতার বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ সমঝোতা স্মারক নবায়ন করবে
দেশের সব সেক্টরকে ধ্বংস করে গেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ : এ্যানি
ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকট উপেক্ষা করা উচিত হবে না বিশ্বের : প্রধান উপদেষ্টা
হাকিম-মিলন চত্বরে ছাত্রদল নেতাকর্মীদের পরিচ্ছন্নতা অভিযান
সারা দেশে পুলিশের অভিযানে ১ হাজার ৬ শ’ ১০ জন গ্রেফতার
কুমিল্লায় বিশ্ব অটিজম সচেতনতা দিবসে আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ
১০