নওগাঁ দুই পোশাকের দোকানে জরিমানা

বাসস
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১৬:৫৪
ভোক্তা অধিদপ্তরের অভিযানে নওগাঁ দুই পোশাকের দোকানে জরিমানা। ছবি : বাসস

নওগাঁ, ২০ মার্চ, ২০২৫ (বাসস) : জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার দুপুর ২টায় নওগাঁ শহরের শিলামনি গার্মেন্টস ও আসমান বিগ বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিদেশি পোশাক বিক্রি করলেও ক্রয় ভাউচার দেখাতে না পারায় এ দুই পোশাকের দোকান মালিককে পঞ্চাশ হাজার করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়েছে। আমাদের কাছে অভিযোগ ছিল শিলামনি গার্মেন্টস ও আসমান বিগ বাজারে বিদেশী পোশাক বিক্রি করে এবং দামও তুলনামুলক বেশি। এসব অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা। তারা ভারতীয় এবং চায়না বলে যেসব পোশাক বিক্রি করছেন তার প্রমাণ চাওয়া হয়। কিন্তু তারা বিদেশী পোশাক ক্রয়ের কোন ভাউচার দেখাতে পারেনি।  

তিনি আরো বলেন, এ কারনে শিলামনি গার্মেন্টস ও আসমানি বিগ বাজারকে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হরিজন সম্প্রদায়ের আবাসনের জন্য ১৩টি ১০তলা ও একটি ছয় তলা ভবন নির্মাণ করা হবে: স্থানীয় সরকার উপদেষ্টা
বাংলাদেশের ব্যবসায়িক সম্ভাবনা কাজে লাগাতে বিদেশী বিনিয়োগ চান অধ্যাপক ইউনূস
কাতারে বাংলাদেশি মহিলা খেলোয়াড়রা ব্যস্ত দিন কাটিয়েছেন
টঙ্গীতে একাধিক হত্যা মামলার আসামি অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া গ্রেফতার 
কাতার বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ সমঝোতা স্মারক নবায়ন করবে
দেশের সব সেক্টরকে ধ্বংস করে গেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ : এ্যানি
ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকট উপেক্ষা করা উচিত হবে না বিশ্বের : প্রধান উপদেষ্টা
হাকিম-মিলন চত্বরে ছাত্রদল নেতাকর্মীদের পরিচ্ছন্নতা অভিযান
সারা দেশে পুলিশের অভিযানে ১ হাজার ৬ শ’ ১০ জন গ্রেফতার
কুমিল্লায় বিশ্ব অটিজম সচেতনতা দিবসে আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ
১০