নওগাঁ দুই পোশাকের দোকানে জরিমানা

বাসস
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১৬:৫৪
ভোক্তা অধিদপ্তরের অভিযানে নওগাঁ দুই পোশাকের দোকানে জরিমানা। ছবি : বাসস

নওগাঁ, ২০ মার্চ, ২০২৫ (বাসস) : জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার দুপুর ২টায় নওগাঁ শহরের শিলামনি গার্মেন্টস ও আসমান বিগ বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিদেশি পোশাক বিক্রি করলেও ক্রয় ভাউচার দেখাতে না পারায় এ দুই পোশাকের দোকান মালিককে পঞ্চাশ হাজার করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়েছে। আমাদের কাছে অভিযোগ ছিল শিলামনি গার্মেন্টস ও আসমান বিগ বাজারে বিদেশী পোশাক বিক্রি করে এবং দামও তুলনামুলক বেশি। এসব অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা। তারা ভারতীয় এবং চায়না বলে যেসব পোশাক বিক্রি করছেন তার প্রমাণ চাওয়া হয়। কিন্তু তারা বিদেশী পোশাক ক্রয়ের কোন ভাউচার দেখাতে পারেনি।  

তিনি আরো বলেন, এ কারনে শিলামনি গার্মেন্টস ও আসমানি বিগ বাজারকে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাগেরহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
নরসিংদীতে ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ নেতাসহ ৪ জন গ্রেফতার
৪৪ তম বিসিএসের ফল প্রকাশ
চীনের তৃতীয় বিমানবাহী রণতরী নৌবাহিনীর কাছে হস্তান্তর
মেক্সিকোতে নারী নির্যাতন রোধে প্রেসিডেন্ট শেইনবাউমের পদক্ষেপ
নওগাঁয় সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাঁচ শতাধিক পরিবারের বিএনপিতে যোগদান 
শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৩ ও ১৪ জানুয়ারি
আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা
জাতীয় ঐকমত্য কমিশনের ব্যয় নিয়ে তোলা অভিযোগ ভিত্তিহীন: কমিশনের প্রতিবাদ
লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ২০টি দোকান পুড়ে ছাই
১০