নওগাঁ দুই পোশাকের দোকানে জরিমানা

বাসস
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১৬:৫৪
ভোক্তা অধিদপ্তরের অভিযানে নওগাঁ দুই পোশাকের দোকানে জরিমানা। ছবি : বাসস

নওগাঁ, ২০ মার্চ, ২০২৫ (বাসস) : জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার দুপুর ২টায় নওগাঁ শহরের শিলামনি গার্মেন্টস ও আসমান বিগ বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিদেশি পোশাক বিক্রি করলেও ক্রয় ভাউচার দেখাতে না পারায় এ দুই পোশাকের দোকান মালিককে পঞ্চাশ হাজার করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়েছে। আমাদের কাছে অভিযোগ ছিল শিলামনি গার্মেন্টস ও আসমান বিগ বাজারে বিদেশী পোশাক বিক্রি করে এবং দামও তুলনামুলক বেশি। এসব অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা। তারা ভারতীয় এবং চায়না বলে যেসব পোশাক বিক্রি করছেন তার প্রমাণ চাওয়া হয়। কিন্তু তারা বিদেশী পোশাক ক্রয়ের কোন ভাউচার দেখাতে পারেনি।  

তিনি আরো বলেন, এ কারনে শিলামনি গার্মেন্টস ও আসমানি বিগ বাজারকে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রেকর্ড জয়ে এশিয়া কাপ শুরু করল ভারত
জামায়াত নেতাদের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের বৈঠক
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
১৩ সেপ্টেম্বর বাংলাদেশে আসছেন টাফেল
নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
তিন জেলায় দুদকের অভিযান: সেতু, স্কুল ভবন ও স্বাস্থ্যসেবায় অনিয়ম উদ্‌ঘাটন
বাছাই পর্বের শেষ ম্যাচে হারল আর্জেন্টিনা ও ব্রাজিল
৫৭ রানে অলআউট আরব আমিরাত
জার্মানির বার্লিনে এখনো বিদ্যুৎবিহীন ২০ হাজার ঘর-বাড়ি
১০