মুন্সীগঞ্জ,২০ মার্চ, ২০২৫(বাসস) : জেলার লৌহজং উপজেলায় গতরাতে পদ্মা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৪ জনকে কারাদণ্ড এবং ৩ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার রাত ২ টায় লৌহজং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল্লাহ ইমরানের নেতত্বে কোষ্ট গার্ড পদ্মা নদীতে মাওয়া পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।এ সময় নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৪ জনকে আটক করে।এরা হলেন আবু তালেব ( ৫০) , আনোয়ার শেখ ( ৬৫ ) , মোঃ সাব্বির ( ২১) ও পারভেজ ( ২৭) ।
পরে ভ্রাম্যমাণ আদালত আনোয়ার শেখকে ২ লক্ষ টাকা অর্থদণ্ড ও ৩ মাসের কারাদণ্ড অনাদায়ে ৩০ দিনের কারাদণ্ড এবং বাকী ৩ জনকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং প্রত্যেককে ৪৫ দিন বিনাশ্রম কারাদণ্ড। অনাদায়ে অতিরিক্ত ১৫ দিনের করাদণ্ড প্রদান করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল্লাহ ইমরান জানান এ চক্রটি রাতের আধারে সরকারী নির্দেশ অমান্য করে পদ্মা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছিল।পদ্মা সেতুর নিকটবর্তী এলাকায় বালু উত্তোলন সেতুর জন্য ঝুঁকিপূর্ণ।