মাগুরায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

বাসস
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১৭:১৪ আপডেট: : ২০ মার্চ ২০২৫, ১৭:৩২
দুটি প্রতিষ্ঠানকে জরিমানা। ছবি : বাসস

মাগুরা, ২০ মার্চ, ২০২৫ (বাসস): মাগুরা জেলা কার্যালয়ের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মহম্মদপুর উপজেলার নহাটা ও রাজাপুর বাজার এলাকায় আজ বৃহস্পতিবার অভিযান পরিচালনা  করা হয়।

বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা ৩০মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে দই-মিষ্টি, তেল, কসমেটিকস, কাপড়ের দোকান, মুরগি, ফলের দোকান, সবজি ও মুদি দোকানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান তদারকি করা হয়।

অভিযানকালে নহাটা বাজারের মেসার্স বাদশা মিষ্টান্ন ভান্ডারে তদারকিতে দেখা যায়, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে দই ও মিষ্টি তৈরি করা হচ্ছে। দোকানে খোলা খাবারে পোকা-মাকড়ের উপস্থিতি, কর্মচারীদের স্বাস্থ্যবিধির অভাব এবং অস্বাস্থ্যকরভাবে খাদ্য সংরক্ষণ করার অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক মো. মনিরুল ইসলামকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, মেসার্স ফাতেমা বস্ত্রালয় এন্ড কসমেটিকসে অবৈধ বিদেশি পণ্য বিক্রয় ও মেয়াদোত্তীর্ণ কসমেটিকস রাখার অপরাধে প্রতিষ্ঠানের মালিক মো. আলমগীর কবিরকে ২৫হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি রমজান মাসে পণ্যের দাম অযৌক্তিকভাবে না বাড়ানোর ব্যাপারে সতর্ক করা হয়।

অভিযান  পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন অফিসের কর্মকর্তা মো. আলমগীর হোসেন ও মাগুরা জেলা পুলিশের একটি টিম।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাগেরহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
নরসিংদীতে ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ নেতাসহ ৪ জন গ্রেফতার
৪৪ তম বিসিএসের ফল প্রকাশ
চীনের তৃতীয় বিমানবাহী রণতরী নৌবাহিনীর কাছে হস্তান্তর
মেক্সিকোতে নারী নির্যাতন রোধে প্রেসিডেন্ট শেইনবাউমের পদক্ষেপ
নওগাঁয় সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাঁচ শতাধিক পরিবারের বিএনপিতে যোগদান 
শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৩ ও ১৪ জানুয়ারি
আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা
জাতীয় ঐকমত্য কমিশনের ব্যয় নিয়ে তোলা অভিযোগ ভিত্তিহীন: কমিশনের প্রতিবাদ
লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ২০টি দোকান পুড়ে ছাই
১০