মাগুরায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

বাসস
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১৭:১৪ আপডেট: : ২০ মার্চ ২০২৫, ১৭:৩২
দুটি প্রতিষ্ঠানকে জরিমানা। ছবি : বাসস

মাগুরা, ২০ মার্চ, ২০২৫ (বাসস): মাগুরা জেলা কার্যালয়ের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মহম্মদপুর উপজেলার নহাটা ও রাজাপুর বাজার এলাকায় আজ বৃহস্পতিবার অভিযান পরিচালনা  করা হয়।

বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা ৩০মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে দই-মিষ্টি, তেল, কসমেটিকস, কাপড়ের দোকান, মুরগি, ফলের দোকান, সবজি ও মুদি দোকানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান তদারকি করা হয়।

অভিযানকালে নহাটা বাজারের মেসার্স বাদশা মিষ্টান্ন ভান্ডারে তদারকিতে দেখা যায়, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে দই ও মিষ্টি তৈরি করা হচ্ছে। দোকানে খোলা খাবারে পোকা-মাকড়ের উপস্থিতি, কর্মচারীদের স্বাস্থ্যবিধির অভাব এবং অস্বাস্থ্যকরভাবে খাদ্য সংরক্ষণ করার অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক মো. মনিরুল ইসলামকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, মেসার্স ফাতেমা বস্ত্রালয় এন্ড কসমেটিকসে অবৈধ বিদেশি পণ্য বিক্রয় ও মেয়াদোত্তীর্ণ কসমেটিকস রাখার অপরাধে প্রতিষ্ঠানের মালিক মো. আলমগীর কবিরকে ২৫হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি রমজান মাসে পণ্যের দাম অযৌক্তিকভাবে না বাড়ানোর ব্যাপারে সতর্ক করা হয়।

অভিযান  পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন অফিসের কর্মকর্তা মো. আলমগীর হোসেন ও মাগুরা জেলা পুলিশের একটি টিম।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিপুল গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেফতার
ঝিনাইদহে ৬ লেন প্রকল্পে জমি অধিগ্রহণে ন্যায্যমূল্য দাবি
নারায়ণগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড, দগ্ধ ৯
আগামী জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ভেনিজুয়েলায় 'অবৈধ' মার্কিন সেনা মোতায়েনের তীব্র নিন্দা মাদুরোর
হিলি বন্দরে কাঁচা মরিচ আমদানি বেড়েছে, কমেছে দাম
মুক্তি পেলেন ট্রাম্পের কঠোর অভিবাসন বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা গার্সিয়া
গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করলো জাতিসংঘ, মধ্যপ্রাচ্যে প্রথম
যুক্তরাষ্ট্রকে ১০ শতাংশ শেয়ার দিতে ট্রাম-ইন্টেল চুক্তির ঘোষণা
দেশের সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত
১০