মাগুরায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

বাসস
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১৭:১৪ আপডেট: : ২০ মার্চ ২০২৫, ১৭:৩২
দুটি প্রতিষ্ঠানকে জরিমানা। ছবি : বাসস

মাগুরা, ২০ মার্চ, ২০২৫ (বাসস): মাগুরা জেলা কার্যালয়ের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মহম্মদপুর উপজেলার নহাটা ও রাজাপুর বাজার এলাকায় আজ বৃহস্পতিবার অভিযান পরিচালনা  করা হয়।

বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা ৩০মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে দই-মিষ্টি, তেল, কসমেটিকস, কাপড়ের দোকান, মুরগি, ফলের দোকান, সবজি ও মুদি দোকানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান তদারকি করা হয়।

অভিযানকালে নহাটা বাজারের মেসার্স বাদশা মিষ্টান্ন ভান্ডারে তদারকিতে দেখা যায়, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে দই ও মিষ্টি তৈরি করা হচ্ছে। দোকানে খোলা খাবারে পোকা-মাকড়ের উপস্থিতি, কর্মচারীদের স্বাস্থ্যবিধির অভাব এবং অস্বাস্থ্যকরভাবে খাদ্য সংরক্ষণ করার অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক মো. মনিরুল ইসলামকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, মেসার্স ফাতেমা বস্ত্রালয় এন্ড কসমেটিকসে অবৈধ বিদেশি পণ্য বিক্রয় ও মেয়াদোত্তীর্ণ কসমেটিকস রাখার অপরাধে প্রতিষ্ঠানের মালিক মো. আলমগীর কবিরকে ২৫হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি রমজান মাসে পণ্যের দাম অযৌক্তিকভাবে না বাড়ানোর ব্যাপারে সতর্ক করা হয়।

অভিযান  পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন অফিসের কর্মকর্তা মো. আলমগীর হোসেন ও মাগুরা জেলা পুলিশের একটি টিম।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাদ্রিদে ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৪
কিশোরগঞ্জে পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
জুলাই সনদ যথাযথ বাস্তবায়ন না হলে সংকট দূর হবে না : সারজিস আলম
ফ্লোটিলা আটকের ঘটনাকে ‘জলদস্যুতা’ বলে নিন্দা তুরস্কের
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে : তথ্য উপদেষ্টা
বাণিজ্য চুক্তির পর ভারতে বৃটিশ প্রধানমন্ত্রী স্টারমার
পিরোজপুরের নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু 
টাইফয়েড টিকাদান কার্যক্রম বাস্তবায়নে সমন্বয় কমিটি 
সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় ইইউ : আমীর খসরু
মাগুরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন,সচেতনতামূলক কর্মশালা 
১০