ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক স্থাপনে চসিক ও বাহনের সমঝোতা স্মারক সই

বাসস
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১৭:৩১
ছবি: বাসস

চট্টগ্রাম, ২০ মার্চ, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ও বাহন লিমিটেডের মধ্যে ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক স্থাপনের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। 

বিটিআরসি কর্তৃক এনটিটিএন (ন্যাশনাল টেলিকম ট্রান্সমিশন নেটওয়ার্ক) লাইসেন্সপ্রাপ্ত ‘বাহন লিমিটেড’ চট্টগ্রাম মহানগরীতে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ ও অন্যান্য স্মার্ট প্রযুক্তির সুবিধা নিশ্চিত করার পাশাপাশি নগরীর সৌন্দর্য বৃদ্ধি করতে এই উদ্যোগ গ্রহণ করেছে।

আজ বৃহস্পতিবার চসিক কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম এবং বাহন লিমিটেডের পক্ষে প্রধান পরিচালন কর্মকর্তা রাশেদ আমিন বিদ্যুত সমঝোতা স্মারকে সই করেন।

অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম শহরকে স্মার্ট নগরীতে রুপান্তর করতে ভূগর্ভস্থ ক্যাবলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাহন লিমিটেডের সঙ্গে এই চুক্তির মাধ্যমে আমরা নগরীর অব্যবস্থাপিত ও ঝুলন্ত তারের জঞ্জাল মুক্ত করে, পরিকল্পিত অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক গড়ে তুলতে চাই। এটি শুধু সৌন্দর্য বর্ধন করবে না, বরং নাগরিকদের নিরবচ্ছিন্ন ও দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুবিধাও দেবে। 

মেয়র বলেন, স্মার্ট নগরী গঠনের লক্ষ্যে আমরা প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি পরিবেশবান্ধব অবকাঠামো নিশ্চিত করতে চাই। চট্টগ্রাম শহরের আধুনিকায়নে এটি একটি বড় পদক্ষেপ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চসিক ও বাহন লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ডা. সরওয়ার আলম। এই চুক্তির মাধ্যমে চট্টগ্রাম শহরের অবকাঠামোতে টেকসই পরিবর্তন আনার পাশাপাশি, তথ্যপ্রযুক্তি নির্ভর একটি উন্নত নগর ব্যবস্থাপনা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাদ্রিদে ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৪
কিশোরগঞ্জে পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
জুলাই সনদ যথাযথ বাস্তবায়ন না হলে সংকট দূর হবে না : সারজিস আলম
ফ্লোটিলা আটকের ঘটনাকে ‘জলদস্যুতা’ বলে নিন্দা তুরস্কের
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে : তথ্য উপদেষ্টা
বাণিজ্য চুক্তির পর ভারতে বৃটিশ প্রধানমন্ত্রী স্টারমার
পিরোজপুরের নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু 
টাইফয়েড টিকাদান কার্যক্রম বাস্তবায়নে সমন্বয় কমিটি 
সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় ইইউ : আমীর খসরু
মাগুরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন,সচেতনতামূলক কর্মশালা 
১০