চাঁদপুর, ২০ মার্চ, ২০২৫( বাসস): জেলার ফরিদগঞ্জে মেয়াদোত্তীর্ণ কীটনাশক, সার এবং সরকারিভাবে নিষিদ্ধ কার্বোফুরান জব্দ এবং ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া। উপজেলার কালিরবাজারে পরিচালিত এ অভিযানে সার্বিক সহযোগিতা করে যৌথ বাহিনী।
অভিযানে অংশগ্রহণকারী উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার জানান, ওই বাজারের কীটনাশক ও খুচরা সার বিক্রেতা মো. জহিরুল ইসলাম ভূঁইয়ার মালিকানাধীন ‘মেসার্স মা ট্রেডাস’-এ অভিযান চালিয়ে সরকারিভাবে নিষিদ্ধ কার্বোফুরান ১৩ কেজি জব্দ করে। এছাড়া ওই দোকানে মেয়াদোত্তীর্ণ কীটনাশক এবং ভেজাল সারও পাওয়া যায়। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত ওই ব্যবসা প্রতিষ্ঠান মালিক জহিরুল ইসলাম ভূঁইয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। পরে যৌথ বাহিনীর উপস্থিতিতে জব্দ পণ্য জনসম্মুখে ধ্বংস করে মাটিতে গভীর গর্ত করে পুতে ফেলা হয়।
এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. ফাহিম হাসান, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মজনুন বাহার, সজীব সরকার, সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার নাছির উদ্দীনের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম, এস আই আনোয়ার হোসেনের নেতৃত্বে ফরিদগঞ্জ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।