কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাসস
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১৯:০২
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ। ছবি: বাসস

কুমিল্লা, ২০ মার্চ, ২০২৫ (বাসস): ঈদ উদযাপনের প্রাক্কালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের সুয়াগাজী এলাকায় সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এসময় ভেঙে ফেলা হয়েছে প্রায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা।

আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকাল পর্যন্ত চলে এ উচ্ছেদ অভিযান।

সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লার উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আদনান ইবনে হাসান বলেন, শুরু হয়েছে ঈদ যাত্রা। ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে যানজট সৃষ্টিকারী স্থানগুলোতে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। সুয়াগাজি বাজারের প্রায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

তিনি জানান, সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে অবৈধভাবে শত শত দোকানঘর নির্মাণ করা হয়েছিল। বিগত সময়ে সড়ক ও জনপথ বিভাগ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অবৈধভাবে নির্মিত স্থাপনা সরিয়ে নিতে একাধিকবার নোটিশ দেয়া হলেও সেগুলো অপসারণ করা হয়নি। সম্প্রতি জেলা আইনশৃংখলা কমিটির সভা ও ঈদ প্রস্তুতি সভায় মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার মহাসড়কের সুয়াগাজী বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজি বাজারের নতুন ও পুরাতন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দু'পাশে উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার সৈয়দ রেফাঈ আবিদ। এসময় সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লার উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আদনান ইবনে হাসানসহ সড়ক বিভাগ, পুলিশ, সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন ।

বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জায়গা দখলে নিয়ে গড়ে উঠা কুমিল্লার সুয়াগাজি বাজারের এমন প্রায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয় সড়ক ও জনপথ বিভাগ। তবে ব্যবসায়ীদের দাবি, স্থাপনা সরিয়ে নিতে তাদেরকে দেয়া হয়নি পর্যাপ্ত সুযোগ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হরিজন সম্প্রদায়ের আবাসনের জন্য ১৩টি ১০তলা ও একটি ছয় তলা ভবন নির্মাণ করা হবে: স্থানীয় সরকার উপদেষ্টা
বাংলাদেশের ব্যবসায়িক সম্ভাবনা কাজে লাগাতে বিদেশী বিনিয়োগ চান অধ্যাপক ইউনূস
কাতারে বাংলাদেশি মহিলা খেলোয়াড়রা ব্যস্ত দিন কাটিয়েছেন
টঙ্গীতে একাধিক হত্যা মামলার আসামি অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া গ্রেফতার 
কাতার বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ সমঝোতা স্মারক নবায়ন করবে
দেশের সব সেক্টরকে ধ্বংস করে গেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ : এ্যানি
ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকট উপেক্ষা করা উচিত হবে না বিশ্বের : প্রধান উপদেষ্টা
হাকিম-মিলন চত্বরে ছাত্রদল নেতাকর্মীদের পরিচ্ছন্নতা অভিযান
সারা দেশে পুলিশের অভিযানে ১ হাজার ৬ শ’ ১০ জন গ্রেফতার
কুমিল্লায় বিশ্ব অটিজম সচেতনতা দিবসে আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ
১০