কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাসস
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১৯:০২
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ। ছবি: বাসস

কুমিল্লা, ২০ মার্চ, ২০২৫ (বাসস): ঈদ উদযাপনের প্রাক্কালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের সুয়াগাজী এলাকায় সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এসময় ভেঙে ফেলা হয়েছে প্রায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা।

আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকাল পর্যন্ত চলে এ উচ্ছেদ অভিযান।

সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লার উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আদনান ইবনে হাসান বলেন, শুরু হয়েছে ঈদ যাত্রা। ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে যানজট সৃষ্টিকারী স্থানগুলোতে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। সুয়াগাজি বাজারের প্রায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

তিনি জানান, সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে অবৈধভাবে শত শত দোকানঘর নির্মাণ করা হয়েছিল। বিগত সময়ে সড়ক ও জনপথ বিভাগ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অবৈধভাবে নির্মিত স্থাপনা সরিয়ে নিতে একাধিকবার নোটিশ দেয়া হলেও সেগুলো অপসারণ করা হয়নি। সম্প্রতি জেলা আইনশৃংখলা কমিটির সভা ও ঈদ প্রস্তুতি সভায় মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার মহাসড়কের সুয়াগাজী বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজি বাজারের নতুন ও পুরাতন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দু'পাশে উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার সৈয়দ রেফাঈ আবিদ। এসময় সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লার উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আদনান ইবনে হাসানসহ সড়ক বিভাগ, পুলিশ, সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন ।

বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জায়গা দখলে নিয়ে গড়ে উঠা কুমিল্লার সুয়াগাজি বাজারের এমন প্রায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয় সড়ক ও জনপথ বিভাগ। তবে ব্যবসায়ীদের দাবি, স্থাপনা সরিয়ে নিতে তাদেরকে দেয়া হয়নি পর্যাপ্ত সুযোগ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাগেরহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
নরসিংদীতে ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ নেতাসহ ৪ জন গ্রেফতার
৪৪ তম বিসিএসের ফল প্রকাশ
চীনের তৃতীয় বিমানবাহী রণতরী নৌবাহিনীর কাছে হস্তান্তর
মেক্সিকোতে নারী নির্যাতন রোধে প্রেসিডেন্ট শেইনবাউমের পদক্ষেপ
নওগাঁয় সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাঁচ শতাধিক পরিবারের বিএনপিতে যোগদান 
শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৩ ও ১৪ জানুয়ারি
আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা
জাতীয় ঐকমত্য কমিশনের ব্যয় নিয়ে তোলা অভিযোগ ভিত্তিহীন: কমিশনের প্রতিবাদ
লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ২০টি দোকান পুড়ে ছাই
১০