বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে আগ্রহী মেক্সিকোর প্রেসিডেন্ট

বাসস
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ২০:৫৫ আপডেট: : ২০ মার্চ ২০২৫, ২১:১১
মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী মেক্সিকো সিটির জাতীয় প্রাসাদে এক অনুষ্ঠানে মেক্সিকোর প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ করেন। ছবি: ফজল আনসারীর ফেসবুক

ঢাকা, ২০ মার্চ, ২০২৫ (বাসস) : মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম বাংলাদেশের সঙ্গে মেক্সিকোর দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার জন্য তার দেশের আগ্রহের কথা প্রকাশ করেছেন।

মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী মেক্সিকো সিটির জাতীয় প্রাসাদে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে মেক্সিকোর প্রেসিডেন্টের কাছে তার পরিচয়পত্র পেশ করেন।

এসময়, রাষ্ট্রদূত বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে প্রেসিডেন্ট শেইনবাউমকে উষ্ণ শুভেচ্ছা ও শুভকামনা জানান।

তিনি মেক্সিকোর প্রেসিডেন্টকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আন্তরিক আমন্ত্রণও জানান।

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল তার মেয়াদকালে বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার জন্য দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তিনি ২০২৫ সালে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের আসন্ন ৫০তম বার্ষিকীর তাৎপর্য তুলে ধরে জোর দিয়ে বলেন, বাংলাদেশ ও মেক্সিকোর বাণিজ্য, সংস্কৃতি ও দু’দেশের জনগণের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে কূটনৈতিক সম্পর্কের এই মাইলফলক, বিদ্যমান সহযোগিতা আরও গভীর করতে একটি মূল্যবান সুযোগ নিয়ে এসেছে।

রাষ্ট্রদূত শাইনবাউমকে ঢাকায় মেক্সিকান দূতাবাস খোলার প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য অনুরোধ জানান এবং ঘনিষ্ঠ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে এর গুরুত্ব তুলে ধরেন।

এ সময় মেক্সিকোর প্রেসিডেন্ট রাষ্ট্রদূতকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তার কূটনৈতিক দায়িত্ব পালনে মেক্সিকান সরকারের সহায়তার আশ্বাস দেন।

ঐতিহাসিক জাতীয় প্রাসাদ, প্রেসিডেন্টর কার্যালয় ও মেক্সিকোর প্রেসিডেন্টের সরকারি বাসভবন পরিদর্শনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তিন জেলায় দুদকের অভিযান: সেতু, স্কুল ভবন ও স্বাস্থ্যসেবায় অনিয়ম উদ্‌ঘাটন
বাছাই পর্বের শেষ ম্যাচে হারল আর্জেন্টিনা ও ব্রাজিল
জার্মানির বার্লিনে এখনো বিদ্যুৎবিহীন ২০ হাজার ঘর-বাড়ি
জাফলংয়ে পানিতে ডুবে পর্যটক নিখোঁজ
দেশের উন্নয়নে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর বিকল্প নেই : চসিক মেয়র 
পুতিনকে চাপ দিতে চীন ও ভারতের ওপর ইইউ শুল্ক আরোপের জন্য ট্রাম্প প্রস্তুত : মার্কিন কর্মকর্তা
সেপ্টেম্বরের ৯ দিনে রেমিট্যান্স প্রবাহে ২২.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে
মোজাম্বিকে সন্ত্রাস দমন বাহিনীর গুলিতে ১৬ জেলে নিহত
চীনকে প্রতিহত করার চেষ্টা ‘নিরর্থক’ : চীনা প্রতিরক্ষামন্ত্রী
দীর্ঘ প্রতীক্ষিত জাকসু নির্বাচন আগামীকাল
১০