নির্বিঘ্ন ঈদ উদযাপনে সিলেটে নিরাপত্তা জোরদারসহ নানা উদ্যোগ

বাসস
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ২০:৫১

সিলেট, ২০ মার্চ, ২০২৫ (বাসস) : সিলেটে আসন্ন ঈদুল ফিতরে নাগরিকদের চলাচল নির্বিঘ্ন ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। একইসঙ্গে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এই তথ্য জানিয়েছেন। এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, ‘ঈদে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী, বিদ্যুৎ বিভাগ ও ফায়ার সার্ভিস সার্বক্ষণিক কাজ করবে। চুরি-ছিনতাই রোধ এবং যানজট নিরসনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।

তিনি আরও বলেন, ঈদের আনন্দ যেন বিষাদে পরিণত না হয় এবং অপ্রাপ্ত বয়স্করা যেন মোটরসাইকেল মহড়ার নামে ত্রাস সৃষ্টি করতে না পারে এবং ভ্যান বা ট্রাকে সাউন্ড বক্স নিয়ে বিশৃঙ্খলা করতে না পারে সে জন্য অভিভাবকদেরও সচেতন থাকতে হবে।

ঈদের লম্বা ছুটিতে সিলেটে পর্যটকদের নিরাপত্তা জোরদার ও ভোগান্তিরোধে নানা উদ্যোগ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। তিনি বলেন, ‘প্রতিবছর সিলেটে পর্যটকদের আগমন ঘটে। ঈদের ছুটিতে পর্যটকদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সড়ক দুর্ঘটনা এড়াতে দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে সাইন বোর্ড লাগানো হয়েছে। পর্যটন এলাকায় অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।

শের মাহবুব মুরাদ আরও বলেন, আবাসিক হোটেল ও রেস্টুরেন্টে যাতে অতিরিক্ত টাকা না নেয় সেজন্য নিদের্শনা প্রদান করা হয়েছে। পাশাপাশি পর্যটকরা যাতে এই এলাকায় নকল পণ্য ও কসমেটিকস কিনে প্রতারিত না হয় সে জন্য অভিযান পরিচালনা করা হবে। বিভিন্ন বিষয়ে সমন্বয় রক্ষার লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে এসময়ে একটি কন্ট্রোল রুম খোলা হবে।

প্রস্তুতি সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার উজ জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দেবাশীষ দাশ, র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার, সিলেট রেলস্টেশন ম্যানেজার মো. নূরুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তিন জেলায় দুদকের অভিযান: সেতু, স্কুল ভবন ও স্বাস্থ্যসেবায় অনিয়ম উদ্‌ঘাটন
বাছাই পর্বের শেষ ম্যাচে হারল আর্জেন্টিনা ও ব্রাজিল
জার্মানির বার্লিনে এখনো বিদ্যুৎবিহীন ২০ হাজার ঘর-বাড়ি
জাফলংয়ে পানিতে ডুবে পর্যটক নিখোঁজ
দেশের উন্নয়নে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর বিকল্প নেই : চসিক মেয়র 
পুতিনকে চাপ দিতে চীন ও ভারতের ওপর ইইউ শুল্ক আরোপের জন্য ট্রাম্প প্রস্তুত : মার্কিন কর্মকর্তা
সেপ্টেম্বরের ৯ দিনে রেমিট্যান্স প্রবাহে ২২.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে
মোজাম্বিকে সন্ত্রাস দমন বাহিনীর গুলিতে ১৬ জেলে নিহত
চীনকে প্রতিহত করার চেষ্টা ‘নিরর্থক’ : চীনা প্রতিরক্ষামন্ত্রী
দীর্ঘ প্রতীক্ষিত জাকসু নির্বাচন আগামীকাল
১০