নোয়াখালীতে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে তরুণের মৃত্যু 

বাসস
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১১:০১

নোয়াখালী, ২১ মার্চ ২০২৫ (বাসস) : নোয়াখালী সদর উপজেলায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. রিফাত (২৫) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নোয়াখালী ইউনিয়নের সোনাপুর-চেয়ারম্যান ঘাট সড়কের আনছার কোম্পানীর দরজার পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত মো. রিফাত জেলার সোনাইমুড়ী উপজেলার কোটবাড়িয়া গ্রামের আবুল খায়েরের ছেলে।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রিফাত রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলযোগে সোনাপুর থেকে মান্নান নগরের দিকে যাত্রা করে। ওই সময় নোয়াখালী ইউনিয়নের সোনাপুর-চেয়ারম্যান ঘাট সড়কের আনছার কোম্পানির দরজার পশ্চিম পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশা ও ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে রিফাত ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

সোনাপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এএসআই) আলী আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।  মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল রাখা আছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াতের আমিরের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন রোববার
অন্তর্র্বর্তীকালীন সরকার ডাক বিভাগকে যুগোপযোগী করতে কাজ করছে : প্রধান উপদেষ্টা
সততা ও নৈতিকতার জাদুতেই দূর হবে দুর্নীতি : ভূমি সচিব
জাপানে সুপারমার্কেটে ভালুকের আক্রমণ
হাটহাজারী নাজিরহাট কলেজে সব আর্থিক লেনদেনে মাউশি’র নিষেধাজ্ঞা
সাবেক মন্ত্রী বীর বাহাদুরের ১৩ কোটি টাকার স্থাবর সম্পদ জব্দ
গুমের শিকার বিশেষ বন্দীদের ডাকা হতো ‘মোনালিসা’ নামে
ফরিদপুরের পাঁচ লক্ষাধিক শিশু-কিশোরকে টিকা প্রদান শুরু ১২ অক্টোবর 
গাড়িতে হামলায় অক্ষত ইকুয়েডরের প্রেসিডেন্ট
১০