চট্টগ্রামে হাসপাতালে চিকিৎসাধীন ফাঁসির আসামির মৃত্যু

বাসস
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১৬:৫২
চট্টগ্রামে হাসপাতালে চিকিৎসাধীন ফাঁসির আসামির মৃত্যু। ছবি: বাসস

চট্টগ্রাম, ২১ মার্চ, ২০২৫ (বাসস): চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ইয়াকুব আলী বাবুল (৪৫) নামের এক কয়েদি মারা গেছেন। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার শাহ নগর এলাকায়। তিনি প্রবাসী নেছার আহমেদ তোতা হত্যা মামলার ফাঁসির আসামি এবং তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়া ওই কয়েদির মৃত্যু হয়। 

শুক্রবার (২১ মার্চ) চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদ হাসান জুয়েল জানান, বাবুল একটি খুনের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে বন্দী ছিলেন। তিনি অসুস্থ থাকায় বেশকিছুদিন ধরেই হাসপাতালে চিকিৎসা নিতে যেতেন। রোববার (১৬ মার্চ) বাবুলের পেটে ব্যথা উঠলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বাবুলের মৃত্যু হয়। বিভিন্ন সংক্রমণজনিত রোগেই তার মৃত্যু হয়েছে।

২০২৪ সালের ২১ অক্টোবর বাবুলকে প্রবাসী নেছার আহমেদ তোতা হত্যা মামলায় গ্রেফতার করেছিল র‌্যাব। ২০০৩ সালের ২ নভেম্বর ফটিকছড়ির দক্ষিণ রাঙ্গামাটিয়া এলাকার একটি পাহাড়ের পাদদেশে তোতার লাশ উদ্ধার করেছিল পুলিশ। এ ঘটনায় তোতার স্ত্রী বাদী হয়ে বাবুলসহ ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। ২০২১ সালের ৮ মার্চ ওই মামলায় বাবুলসহ নয়জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন চট্টগ্রামের একটি আদালত। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকট উপেক্ষা করা উচিত হবে না বিশ্বের : প্রধান উপদেষ্টা
হাকিম-মিলন চত্বরে ছাত্রদল নেতাকর্মীদের পরিচ্ছন্নতা অভিযান
সারা দেশে পুলিশের অভিযানে ১ হাজার ৬ শ’ ১০ জন গ্রেফতার
কুমিল্লায় বিশ্ব অটিজম সচেতনতা দিবসে আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ
সাদা পোশাকে কাউকে গ্রেফতার না করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা 
গভীর সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
ইন্টারনেট সেবার দাম কমানোর ঘোষণা সামিটের
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার বিষয়ে প্রধান উপদেষ্টা দিক-নির্দেশনা দিচ্ছেন : আলী রীয়াজ
এপ্রিলের প্রথম ২১ দিনে রেমিট্যান্স এসেছে ১.৯৬ বিলিয়ন ডলার
গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে কায়রো যাচ্ছে হামাসের প্রতিনিধিদল
১০