রংপুরে গীতিকবি সংসদের ইফতার মাহফিল 

বাসস
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১৭:০৫
রংপুরে গীতিকবি সংসদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ছবি: বাসস

রংপুর, ২১ মার্চ, ২০২৫ (বাসস): বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত রংপুর অঞ্চলের গীতিকারদের নিয়ে সংগঠন গীতিকবি সংসদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নগরীর জেলা শিল্পকলা একাডেমির ক্যাফেটেরিয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে দেশের কল্যাণ, সমৃদ্ধি ও স্বাধীনতা স্বার্বভৌমত্ব রক্ষা এবং জুলাই বিপ্লবের শহীদের রুহের শান্তি কামনা করে দোয়া  করা হয়।

ইফতার পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মো. আব্দুর রহিম। গীতিকবি সংসদ রংপুর অঞ্চলের আহবায়ক মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- গীতিকার ও ঠাকুরগাঁও বেতারের আঞ্চলিক পরিচালক মনোয়ারা বেগম, গীতিকবি সংসদ রংপুর অঞ্চলের সাবেক সভাপতি এস এম খলিল বাবু ও ইফতার উপ-কমিটির সদস্য সচিব রেজাউল করিম জীবন।

আলোচনা শেষে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন বাংলাদেশ ব্যাংক, রংপুর শাখা জামে মসজিদের ঈমাম মাওলানা ইউসুফ আলী রাজু।

পরে গীতিকবি সংসদ রংপুর অঞ্চলের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত আব্দুর রহিম ও সুরকার শুকুরুল্লাহসহ সব প্রয়াতের রুহের মাগফেরাত কামনা ও গীতিকার প্রফেসর মোহাম্মদ শাহ আলমের আশুরোগ মুক্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

ইফতার ও দোয়া মাহফিলে রংপুরের গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পীগণ অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াতের আমিরের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন রোববার
অন্তর্র্বর্তীকালীন সরকার ডাক বিভাগকে যুগোপযোগী করতে কাজ করছে : প্রধান উপদেষ্টা
সততা ও নৈতিকতার জাদুতেই দূর হবে দুর্নীতি : ভূমি সচিব
জাপানে সুপারমার্কেটে ভালুকের আক্রমণ
হাটহাজারী নাজিরহাট কলেজে সব আর্থিক লেনদেনে মাউশি’র নিষেধাজ্ঞা
সাবেক মন্ত্রী বীর বাহাদুরের ১৩ কোটি টাকার স্থাবর সম্পদ জব্দ
গুমের শিকার বিশেষ বন্দীদের ডাকা হতো ‘মোনালিসা’ নামে
ফরিদপুরের পাঁচ লক্ষাধিক শিশু-কিশোরকে টিকা প্রদান শুরু ১২ অক্টোবর 
গাড়িতে হামলায় অক্ষত ইকুয়েডরের প্রেসিডেন্ট
১০