বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

বাসস
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১৭:৩৩

বগুড়া, ২১ মার্চ ২০২৫ (বাসস) : জেলার শেরপুর উপজেলায় আজ শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে ট্রাকচাপায় দুইজন নিহত হয়েছেন। 

আজ শুক্রবার সকাল সাড়ে ছয়টায় উপজেলার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের রণবীর বালা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়া জেলার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাজর গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (৫২) এবং একই ইউনিয়নের হোসনাবাদ গ্রামের মৃত হাবিবুর রহমান প্রামানিকের ছেলে হানিফ উদ্দিন (৩৫)।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ধুনটের দিক থেকে আসা একটি ট্রাক রনবীরবালা বশীর পগলা মাজারের কাছে রাস্তার দাঁড়িয়ে থাকা হানিফ নামের এক পথচারীকে প্রথমে চাপা দিয়ে দুইশ’ গজ দূরে আরেকটি ভটভটিকে (শ্যালো ইঞ্জিন চালিত যান) ধাক্কা দেয়। এসময় ট্রাক ও ভটভটি উভয়ই উল্টে যায়। এ ঘটনায় পথচারী হানিফ ও ভটভটির যাত্রী হারুন অর রশিদ ঘটনাস্থলেই ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় আরো ২১ জন আহত হয়েছেন। আহতরা সবাই উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাঝর এলাকার বাসিন্দা।

শেরপুর ফায়ার সার্ভিস ওয়্যার হাউজ ইনচার্জ বখতিয়ার উদ্দিন জনান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

ট্রাক চাপায় দুইব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন জানান, আহতদের উদ্ধার করে স্থানীয় ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বরিশালে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র পুনর্গঠনের ৩১ দফার লিফলেট বিতরণ
শহীদ জেহাদ গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বৈরাচারের বুলেট বুকে নিয়েছিলেন : বিএনপি মহাসচিব
সিডনিতে অস্ট্রেলিয়ার সাবেক ইউএফসি যোদ্ধাকে গুলি করে হত্যা
বাংলাদেশ বিনিয়োগের সম্ভাবনাময় একটি দেশ: আমীর খসরু 
গাজা যুদ্ধবিরতি চুক্তির ‘প্রথম পর্যায়ে’ ইসরাইল এবং হামাস একমত
নড়াইলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন: সাংবাদিকদের নিয়ে কর্মশালা
টাঙ্গাইলে নকল কসমেটিকস রাখায় একটি শপিংমলকে জরিমানা 
হবিগঞ্জে টাইফয়েড ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে বিএনপি’র লিফলেট বিতরণ ও গণসংযোগ
চাঁদপুরের ৮ লাখ শিশু টাইফয়েড টিকা পাবে 
১০