চুয়াডাঙ্গা, ২১ মার্চ ২০২৫ (বাসস): জেলায় আজ জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১টায় জেলার সদর পৌরসভার সিএনবি পাড়া এলাকায় এ আয়োজন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান।
জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহাবুদ্দীন আহম্মেদ, সহ-সভাপতি ইন্তেয়ার হোসেন ইরন, রোকন জোয়াদ্দার প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় এলাকার শতাধিক দুস্থ নারী-পুরুষের হাতে ঈদ সামগ্রী তুলে দেয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, সেমাই, খেজুর প্রভৃতি।