চাঁদপুর মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন

বাসস
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১৫:৪১
রবিবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করে চাঁদপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ছবি: বাসস

চাঁদপুর, ২৩ মার্চ ২০২৫ (বাসস) : চাঁদপুর মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

চাঁদপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক নেতা ও স্থানীয় জনগণ আজ দুপুরে চাঁদপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করে ।

সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি সময়ে এই কলেজের শিক্ষাকে মানহীন বলা হচ্ছে। যদি এমন হয় তাহলে মান উন্নয়নের জন্য ব্যবস্থা নিন। মেধার ভিত্তিতে এই মেডিকেল কলেজে শিক্ষার্থীরা ভর্তি হয়েছে। শিক্ষার পরিবেশসহ সবকিছুর ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। আমাদের অধিকার বাস্তবায়নের জন্য আপনারা দ্রুত ব্যবস্থা নিন। আর না হয় চাঁদপুরবাসীসহ শিক্ষার্থীরা কঠোর আন্দোলন গড়ে তুলবে।

তারা আরও বলেন, চাঁদপুর মেডিকেল কলেজ এর জন্য জমি অধিগ্রহণ প্রায় শেষ ধাপে আছে। এরপরই অবকাঠামোগত উন্নয়ন কাজ শুরু হবে। যারা এটি বন্ধের বিষয়ে কথা উঠিয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি চাঁদপুরসহ আশপাশের জেলার কোটি মানুষের দাবি। যত দ্রুত সম্ভব এই হাসপাতালের  নির্মাণ কাজ শুরু করতে হবে।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাগর হোসেন, জাতীয় নাগরিক পার্টির জেলা প্রতিনিধি তামিম খান, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী ও বর্তমান সাধারণ সম্পাদক কাদের পলাশ, চাঁদপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী রবিউল হাসান, মেহেদী হাসান মিশু, তৌহিদুর রহমান আরমান, জোবায়ের আল রশিদ, সাফওয়াত সাইফ উল্লাহ, ইন্টার্ন চিকিৎসক সাজিয়া অঞ্জলি ও রুবায়েত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরকারিভাবে আলু ক্রয় করা হবে : কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা
শেষ ম্যাচ হেরে বিদায় নিশ্চিত বাংলাদেশ ‘এ’ দলের
দেশে স্বাধীনতার পর এবারই রেকর্ড পরিমাণ খাদ্য মজুত রয়েছে : মহাপরিচালক
প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে বাসস পরিচালনা বোর্ড চেয়ারম্যানের শোক
যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০ শতাংশ শুল্ক নিশ্চিত করা সরকারের বড় সাফল্য : প্রেস সচিব
রোহিঙ্গা সংকট নিয়ে কক্সবাজারে অংশীজন সংলাপ শুরু আগামীকাল
কেনের হ্যাটট্রিকে বুন্দেসলিগায় বায়ার্নের উড়ন্ত সূচনা
ফ্যাসিবাদ বিতাড়নের যুদ্ধে অসামান্য অবদান রেখেছেন আইনজীবীরা : অ্যাটর্নি জেনারেল
প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে বাসসের প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালকের শোক 
বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের ইন্তেকাল
১০