চট্টগ্রামের হাটহাজারীতে কোটি টাকার ভারতীয় সিগারেটসহ দু’জন গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১৬:০৮
রোববার চট্টগ্রামের হাটহাজারীতে কোটি টাকার ভারতীয় সিগারেটসহ দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ছবি: বাসস

চট্টগ্রাম, ২৩ মার্চ ২০২৫ (বাসস) : চট্টগ্রামের হাটহাজারীতে কোটি টাকার ভারতীয় সিগারেটসহ দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)’র একটি দল। এসময় তাদের কাছ থেকে সিগারেট পরিবহনের একটি পিকআপও জব্দ করা হয়। 

রোববার (২৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে হাটহাজারী উপজেলার আমান বাজার এলাকায় চট্টগ্রামগামী আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়। 

গ্রেপ্তারকৃত দুজন হলেন- মো. শওকত আকবর (৩৪) ও পিকআপ চালক মো. বাদশা (২৬)। তারা রাঙামাটি জেলার কোতোয়ালী থানা এলাকার বাসিন্দা।

অভিযানের বিষয়ে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল বলেন, ‘৬৩ হাজার ৮০০ প্যাকেট (৬৩৮০ কার্টন) ওরিস ও মন্ড ব্র্যান্ডের ভারতীয় সিগারেটসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব সিগারেটের আনুমানিক মূল্য এক কোটি টাকা।’ 

অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বলেন, ‘উদ্ধার করা সিগারেট ও পিকআপ হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মিরপুর সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে অভিনয় ও আবৃত্তি কর্মশালা অনুষ্ঠিত
কক্সবাজারে বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের ৫ সদস্য আটক
নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী সুশিলা কার্কি
সেঞ্চুরি থেকে ৪ উইকেট দূরে তাসকিন
শ্রীলংকাকে হারিয়ে সুপার ফোরের পথে একধাপ এগিয়ে যেতে চায় বাংলাদেশ
পটুয়াখালী উপকূলে ধরা পড়েছে বিরল ‘তবলা মাছ’
সিএমপি স্কুলের ২৭ শিক্ষার্থী পেলো পুনাক মেধাবৃত্তি
ঝিনাইদহে পরিবেশ রক্ষায় তালের বীজ রোপণ
নওগাঁয় কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার
রাজধানীতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও ১২ সদস্য গ্রেফতার
১০