চট্টগ্রামের হাটহাজারীতে কোটি টাকার ভারতীয় সিগারেটসহ দু’জন গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১৬:০৮
রোববার চট্টগ্রামের হাটহাজারীতে কোটি টাকার ভারতীয় সিগারেটসহ দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ছবি: বাসস

চট্টগ্রাম, ২৩ মার্চ ২০২৫ (বাসস) : চট্টগ্রামের হাটহাজারীতে কোটি টাকার ভারতীয় সিগারেটসহ দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)’র একটি দল। এসময় তাদের কাছ থেকে সিগারেট পরিবহনের একটি পিকআপও জব্দ করা হয়। 

রোববার (২৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে হাটহাজারী উপজেলার আমান বাজার এলাকায় চট্টগ্রামগামী আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়। 

গ্রেপ্তারকৃত দুজন হলেন- মো. শওকত আকবর (৩৪) ও পিকআপ চালক মো. বাদশা (২৬)। তারা রাঙামাটি জেলার কোতোয়ালী থানা এলাকার বাসিন্দা।

অভিযানের বিষয়ে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল বলেন, ‘৬৩ হাজার ৮০০ প্যাকেট (৬৩৮০ কার্টন) ওরিস ও মন্ড ব্র্যান্ডের ভারতীয় সিগারেটসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব সিগারেটের আনুমানিক মূল্য এক কোটি টাকা।’ 

অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বলেন, ‘উদ্ধার করা সিগারেট ও পিকআপ হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাকসু নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে, উৎসবমুখর ক্যাম্পাস
বাজুসের সাবেক সভাপতি এনামুল দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-মালদ্বীপ
বিশ্বকাপ বাছাইপর্ব থেকে ছিটকে গেলেন স্প্যানিশ ডিফেন্ডার
আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে হেলালুজ্জামান লালুর বক্তব্য ব্যক্তিগত
গ্রিসের ট্রেন দুর্ঘটনায় নিহত ডেনিসের বাবা ২৩ দিনের অনশন ভেঙেছেন
কুমিল্লায় তেল পরিমাপে গরমিল হওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা 
কুমিল্লা বার্ডে স্বাস্থ্য ক্যাডারের বুনিয়াদী প্রশিক্ষণ সম্পন্ন 
শ্রমবাজার সম্প্রসারণে ভিসা জটিলতা দূর করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
১০