চট্টগ্রামে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনায় মূলহোতা সাজু গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১৭:২২

চট্টগ্রাম, ২৩ মার্চ, ২০২৫ (বাসস): সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরে চট্টগ্রামের পাঁচলাইশে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনায় মূলহোতা মো. শাকিল আহম্মদ প্রকাশ সাজুকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৩ মার্চ) ভোররাতে পাঁচলাইশ মডেল থানাধীন হামজারবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাজু হামজারবাগ কলোনীর বাসিন্দা মৃত হাজী শাহ আলমের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনসহ নানা অপরাধে নগরের বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, ২২ মার্চ (শনিবার) দুপুরে নগরীর ষোলশহর ২নং গেইট এলাকায় এক ব্যক্তি রিকশায় করে যাওয়ার সময় দুই ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে ৫০০ টাকা ছিনিয়ে নেয়। 

এ সময় এক চিত্র সাংবাদিকের করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ওসি আরও জানান, ভিডিওটি পর্যালোচনা ও তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঘটনার মূল হোতা সাজুকে গ্রেপ্তার করা হয়। এ সময় সাজু ছিনতাইয়ের ঘটনা স্বীকার করে এবং তার সহযোগী মো. আলমগীরের (পলাতক) নাম প্রকাশ করে। 

মো. আলমগীর (৪৫) সাতকানিয়া পৌরসভার ছমদর পাড়া এলাকার আমির হামজার ছেলে। তার বিরুদ্ধেও রয়েছে অস্ত্র আইনসহ ৯টি মামলা।

পুলিশ জানায়, ভুক্তভোগী এ ঘটনায় পাঁচলাইশ মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাকসু নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে, উৎসবমুখর ক্যাম্পাস
বাজুসের সাবেক সভাপতি এনামুল দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-মালদ্বীপ
বিশ্বকাপ বাছাইপর্ব থেকে ছিটকে গেলেন স্প্যানিশ ডিফেন্ডার
আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে হেলালুজ্জামান লালুর বক্তব্য ব্যক্তিগত
গ্রিসের ট্রেন দুর্ঘটনায় নিহত ডেনিসের বাবা ২৩ দিনের অনশন ভেঙেছেন
কুমিল্লায় তেল পরিমাপে গরমিল হওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা 
কুমিল্লা বার্ডে স্বাস্থ্য ক্যাডারের বুনিয়াদী প্রশিক্ষণ সম্পন্ন 
শ্রমবাজার সম্প্রসারণে ভিসা জটিলতা দূর করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
১০