জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীদের ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ

বাসস
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১৭:৩৪
আজ রাজশাহীতে অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট আয়োজিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের জন্য নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান হয়। ছবি: বাসস

রাজশাহী, ২৩ মার্চ, ২০২৫ (বাসস): জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব মোকাবিলায় বিশেষ করে বরেন্দ্র অঞ্চলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীদের সংগঠিত করা ও তাদের ক্ষমতায়নের গুরুত্বের ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।

এক প্রশিক্ষণ কর্মশালায় তারা বলেছেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীরা কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই ক্ষেত্রে তাদের অবদান উল্লেখযোগ্য। তবে, জলবায়ু পরিবর্তন তাদের জীবিকাকে হুমকির মুখে ফেলেছে, যার ফলে তাদের মধ্যে অভিযোজন বা এই বিরূপ প্রাকৃতিক প্রভাব মোকাবিলা করার সক্ষমতা তৈরি করা অপরিহার্য হয়ে পড়েছে।

আজ শহরের একটি হোটেলে অক্সফাম বাংলাদেশের সহায়তায় অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) আয়োজিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের জন্য কৃষি প্রতিবেশের ওপর দুই দিনব্যাপী নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী অধিবেশনে বিশেষজ্ঞরা এ মন্তব্য করেন।

কৃষি বিশেষজ্ঞ মিজানুর রহমান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নেতা অস্টিনা টুডু, আলংকা সোরেন ও শামোলি টুডু পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি, মাটির স্বাস্থ্য ও টেকসই কৃষি পদ্ধতি সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করে অধিবেশনগুলোতে নেতৃত্ব দেন।

বিশেষজ্ঞরা জলবায়ু পরিবর্তনের জন্য নারী ও শিশুদের ঝুঁকির কথা তুলে ধরে কৃষিক্ষেত্রে নারী নেতৃত্ব উন্নত করার ওপরও জোর দেন। 

এসিডি প্রোগ্রাম কোঅর্ডিনেটর সুব্রত কুমার পাল আলোচনা পরিচালনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে 
উত্তর কোরিয়ার নেতা কিমের সঙ্গে এ বছরেই দেখা করতে চান ট্রাম্প
‘আজকের কণ্ঠ’ নামের একটি পেজ গুজব তৈরির প্ল্যাটফর্ম : বাংলাফ্যাক্ট
জালিয়াতির অভিযোগে ফেডারেল গভর্নর কুককে অপসারণের নির্দেশ ট্রাম্পের
খুবিতে গলদা চিংড়ি উৎপাদন বৃদ্ধি বিষয়ক কর্মশালা 
রংপুরের তারাগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
শরীয়তপুর পৌর এলাকায় খাল পরিষ্কার কর্মসূচি শুরু
টাঙ্গাইলে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির তিন টন চাল উদ্ধার 
খুলনায় ট্রাক চাপায় রিকশা চালক নিহত
বগুড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ
১০