দারিদ্র্য নিরসনে জাকাত সর্বশ্রেষ্ঠ পন্থা : ধর্ম উপদেষ্টা 

বাসস
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ২০:৪৩
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ফাইল ছবি

ঢাকা, ২৩ মার্চ ২০২৫ (বাসস) : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দারিদ্র্য নিরসনে জাকাত সর্বশ্রেষ্ঠ পন্থা। ইসলামী শরিয়তের বিধান অনুসরণ ব্যতীত জাকাত ব্যবস্থার সুফল পাওয়া সম্ভব নয়। এর সুফল পেতে কুরআন-সুন্নাহর বিধান অনুসারে জাকাত আদায় ও বিতরণ করতে হবে।
 
আজ রোববার বিকেলে রাজধানী বায়তুল মোকাররম ইসলামী ফাউন্ডেশন (ইফা) মিলনায়তনে ‘দারিদ্র্য বিমোচনে জাকাতের ভূমিকা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। ইসলামিক ফাউন্ডেশন এই সেমিনারের আয়োজন করে। 

ধর্ম উপদেষ্টা বলেন, জাকাত আদায় করা ফরজ। কিন্তু আমাদের দেশে জাকাত আদায়কে অনেকেই ঐচ্ছিকভাবে নিয়েছেন। যার মন চায় সে জাকাত দিলো আবার যার মন চাইলো না সে দিলো না। এ কারণে আমরা জাকাতের শতভাগ সুফল পাচ্ছি না। 

খালিদ হোসেন বলেন, পৃথিবীতে ৫৭টি মুসলিম দেশের মধ্যে মাত্র ছয়টি দেশে বাধ্যতামূলক জাকাত আদায় করা হয়ে থাকে। সৌদি আরব, লিবিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, সুদান ও ইয়েমেনে কুরআন-সুন্নাহর বিধান অনুসারে জাকাত আদায় ও বিতরণ করা হয়ে থাকে। 

তিনি বলেন, আমাদের দেশে তিন থেকে চার কোটি মানুষ দরিদ্র। এ সকল মানুষের দারিদ্র্য নিরসনে যথাযথভাবে জাকাত আদায় ও তা বিতরণ করতে হবে। 

একটি সমীক্ষা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে ড. খালিদ বলেন, এ দেশে বছরে লাখ কোটি টাকা জাকাত আদায় করা সম্ভব। যথাযথভাবে এটা আদায় ও বিতরণ করা গেলে ১০ বছরের মধ্যে এ দেশের রাস্তায় ভিক্ষা করার লোক খুঁজে পাওয়া যাবে না। 

সেমিনারে তিনি কুরআন ও সুন্নাহর বিধান অনুসারে যাকাত আদায় ও বিতরণের ওপর গুরুত্ব আরোপ করেন। 

ইফা মহাপরিচালক আ. ছালাম খানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তৃতা করেন ইফা বোর্ড অব গভর্নরসের গভর্নর মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, ড. খলিলুর রহমান মাদানী, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার।

জাকাত আদায়ের ফজিলত তুলে ধরে ধর্ম উপদেষ্টা বলেন, আমরা জাকাত আদায়ের মাধ্যমে আল্লাহর হুকুম পালনের পাশাপাশি তার রহমত লাভ করে থাকি। জাকাতের মাধ্যমে বাজারে অর্থের সঞ্চালন বৃদ্ধি পায়, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এছাড়া, জাকাতের মাধ্যমে দরিদ্র মানুষের মুখে হাসি ফোটে।

সরকারি জাকাত বোর্ডের কার্যক্রম তুলে ধরে খালিদ হোসেন বলেন, এ বছর জাকাত বোর্ডের মাধ্যমে ১১ কোটি টাকা বিতরণ করা হবে এবং আগামী বছর ২৫ কোটি টাকা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি সকলকে সরকারি জাকাত ফান্ডে জাকাতের অর্থ জমা দেওয়ার অনুরোধ জানান।

জাকাত আদায়ের গুরুত্ব তুলে ধরে ইফার মহাসচিব বলেন, নামাজ, রোজা ও হজ পালনের পরও জাকাত আদায় না করলে আখিরাতে মুক্তি পাওয়া যাবে না। 

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ ওমর ফারুক। অন্যান্যের মধ্যে জাকাত বোর্ডের সদস্য মুফতি মোহাম্মদ জসীম উদ্দিন আল আজহারী ও জাকাত তহবিল বিভাগের পরিচালক মো. আব্দুল হামিদ খান বক্তব্য রাখেন।

ইমাম, খতিব, মাদরাসার শিক্ষক, সাংবাদিক ও আলেম-ওলামাসহ বিভিন্ন শ্রেণি-পেশার তিন শতাধিক লোক সেমিনারে  অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাতীয় সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আহ্বান বিএনপির
ঐকমত্য কমিশনের ব্যয় বিষয়ে সবৈর্ব্য মিথ্যাচারের প্রতিবাদ
রেলওয়ের ওয়াশিংপ্লান্টে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি মঙ্গলবার
৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি
আমরা সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সিলেটে ডা. শফিকুর রহমান
আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক
ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে পর্যাপ্ত তহবিল ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের
১০