ঝিনাইদহে ১৬০০ প্রান্তিক কৃষক পেলেন আউশ ধানের বীজ ও সার 

বাসস
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১১:২৩
ঝিনাইদহে ১৬০০ প্রান্তিক কৃষকের মধ্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়। ছবি: বাসস

ঝিনাইদহ, ২৪ মার্চ ২০২৫ (বাসস) : জেলার ১৬০০ প্রান্তিক কৃষকের মধ্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে এসব বীজ ও সার দেয়া হয়।

আজ সকালে সদর উপজেলা কৃষি অফিসে দুই দিনব্যাপী বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর এ নবী'র সভাপতিত্বে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মুহাম্মদ জুনাইদ হাবীব ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মীর রাকিবুল ইসলাম।

দুই দিনে প্রত্যেক কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেয়া হবে। সদর উপজেলায় ১৬০০ কৃষকের মধ্যে মোট ৮ মেট্রিক টন বীজ ও ৩২ মেট্রিক টন সার বিতরণ করা হচ্ছে।

ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর এ নবী বলেন, এ কর্মসূচির আওতায় ১৬০০ প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ শুরু হয়েছে। আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার এসব বীজ ও সার বিতরণ করা হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে খুলনায় বিনামূল্যে চক্ষু সেবা প্রদান
ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনের নতুন গেজেট প্রকাশ : মাহিবুল হোসেনকে মেয়র ঘোষণা
কক্সবাজারে প্রথম প্লাস্টিক রিসাইক্লিং কারখানার যাত্রা শুরু
ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ
১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চার জেলায় দুদকের অভিযান
দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া প্রয়োজন : উপদেষ্টা আসিফ মাহমুদ
শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ
জিয়া হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে দিনাজপুর ফ্রি চিকিৎসা স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত
রাজনৈতিক দলের মনোনয়ন প্রক্রিয়ায় নারীর পূর্ণ অংশগ্রহণ জরুরি : শারমীন এস মুরশিদ
১০