ঝিনাইদহ, ২৪ মার্চ ২০২৫ (বাসস) : জেলার ১৬০০ প্রান্তিক কৃষকের মধ্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে এসব বীজ ও সার দেয়া হয়।
আজ সকালে সদর উপজেলা কৃষি অফিসে দুই দিনব্যাপী বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর এ নবী'র সভাপতিত্বে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মুহাম্মদ জুনাইদ হাবীব ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মীর রাকিবুল ইসলাম।
দুই দিনে প্রত্যেক কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেয়া হবে। সদর উপজেলায় ১৬০০ কৃষকের মধ্যে মোট ৮ মেট্রিক টন বীজ ও ৩২ মেট্রিক টন সার বিতরণ করা হচ্ছে।
ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর এ নবী বলেন, এ কর্মসূচির আওতায় ১৬০০ প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ শুরু হয়েছে। আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার এসব বীজ ও সার বিতরণ করা হবে।