বান্দরবান, ২৪ মার্চ ২০২৫, (বাসস) : মানবিক সহায়তা কর্মসূচির আওতায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বান্দরবানে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে বান্দরবান শহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি।
বান্দরবান পৌরসভার আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ খাদ্যশস্য বিতরণ করা হচ্ছে। একর্মসূচির আওতায় প্রতিজনকে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।
এসময় বান্দরবান পৌরসভার প্রশাসক এস,এম,মনজুরুল হক, নির্বাহী ম্যাজিস্ট্রেট নবাব আলী, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা প্রিয়তোষ চৌধুরী, বান্দরবান শহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো.সোহেল আজাদ, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ সরকারি-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, বান্দরবান জেলার ৯টি ওয়ার্ডে ৪হাজার ৬২১জন কার্ডধারীর মধ্যে প্রতিজনকে ১০ কেজি করে সর্বমোট ৪৬.২১০মেট্রিক টন চাল বিতরণ করা হবে।