ঢাকা, ২৪ মার্চ, ২০২৫ (বাসস) : বিসিকের আয়োজনে দেশের কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের নিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিসিক ঈদমেলা ২০২৫।
রোববার ঢাকায় তেজগাঁওয়ে বিসিক প্রধান কার্যালয়ে ঈদ মেলার উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি মেলার স্টলগুলো ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সাথে কথা বলেন।
মেলায় বিসিকের উদ্যোক্তাদের জামদানি, চামড়াজাতপণ্য, শতরঞ্জি, শীতলপাটি, পাটজাতপণ্য, মণিপুরী শাড়ি, খাদ্যজাত, বাঁশ-বেতজাত পণ্যের ৩০টি স্টলে বাহারি ডিজাইনের নানা পণ্যের সমাহার।
বিসিকের পৃষ্ঠপোষকতায় মেলা ২৫ মার্চ পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চালু থাকবে।