‘গণহত্যা দিবস’ উপলক্ষে ঢাবি’র কর্মসূচি

বাসস
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১৫:৪৩ আপডেট: : ২৪ মার্চ ২০২৫, ১৫:৫৫

ঢাকা, ২৪ মার্চ, ২০২৫ (বাসস) : ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত স্মরণে আগামীকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘গণহত্যা দিবস’ পালন করা হবে। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এ উপলক্ষ্যে আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১৫মিনিটে বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন চত্বরে মোমবাতি প্রজ্বলন, ডকুমেন্টারি প্রদর্শন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আলোচনা সভায় সভাপতিত্ব করবেন। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

রাত ৮টা ১৫মিনিটে জগন্নাথ হল প্রাঙ্গণে অবস্থিত গণ-সমাধিতে মোমবাতি প্রজ্বলন ও শ্রদ্ধাজ্ঞাপন করা হবে।

রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত জরুরি স্থাপনা ছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল জায়গায় এক মিনিট ‘ব্লাক-আউট’ কর্মসূচি পালন করা হবে।

দিবসটি উপলক্ষ্যে আগামীকাল বা’দ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’য় শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জলাভূমি দূষণের জন্য শেভরনকে ৭৪৫ মিলিয়ন ডলার জরিমানা মার্কিন জুরির
হামে দ্বিতীয় মার্কিন শিশুর মৃত্যু, ৬৫০ জন আক্রান্ত : কর্তৃপক্ষ
প্রয়াত বিএনপি নেতার পরিবারের পাশে তারেক রহমানের প্রতিনিধি ব্যারিস্টার সায়েম
গাজা ও রাফায় ইসরাইলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ছাত্রদলের কর্মসূচি
রাজবাড়ীর সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী ঢাকায় গ্রেফতার
এফবিজেএ-এর প্রথম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত
জবি শিক্ষক সমিতির ‘নো ওয়ার্ক’ কর্মসূচি ঘোষণা
নিরাপত্তা উদ্বেগ নিরসনে বিমসটেক-ইউএনওডিসির মধ্যে সমঝোতা স্মারক সই
গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে ঢাবিতে ক্লাস পরীক্ষা স্থগিতের ঘোষণা প্রশাসনের
গণমাধ্যম সংস্কার কমিশনের দ্রুত বাস্তবায়নযোগ্য সুপারিশ কার্যকরের তাগিদ তথ্য উপদেষ্টার
১০