সিলেট, ২৪ মার্চ, ২০২৫ (বাসস) : সিলেটে সড়ক দুর্ঘটনায় দুই যুবদল নেতা নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে ছাত্রদলের এক নেতা।
রোববার সন্ধ্যায় সিলেট-ছাতক সড়কের মুক্তিরগাঁও নতুনব্রিজ পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। সড়কের পাশে থেমে থাকা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেল ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন, কালারুকা ইউনিয়নের করছখালি গ্রামের নোয়াব আলীর ছেলে সৌদি আরব প্রবাসী মো. শাহিনুর ইসলাম (৩৪) এবং একই গ্রামের ফারুক মিয়ার ছেলে হুমায়ুন রশিদ (৩২)। আহত আবিদ হুসাইন মিলন কালারুকা ইউনিয়নের লম্বাহাটি গ্রামের বাসিন্দা। তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, রশিদ-শাহিনসহ তিনজন মোটরসাইকেলযোগে ছাতকে বিএনপির একটি ইফতার মাহফিলে যোগ দিতে যাচ্ছিলেন। নতুনব্রিজ এলাকায় একটি সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে দ্রুতগতির মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ধুমড়ে মুছড়ে যায় এবং তারা সড়কের বাইরে ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তিন জনকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। কর্তব্যরত চিকিৎসক তাদের দুই জনকে মৃত ঘোষণা করেন এবং আবিদ হুসাইনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠান।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুখলেছুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসস’কে বলেন, ‘ইফতারের সময় দ্রুতগতিতে সিএনজি-অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।