কুমিল্লায় ১ কোটি টাকার চোরাচালানী পণ্য আটক

বাসস
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১৬:২৬
কুমিল্লায় ১ কোটি টাকার চোরাচালানী পণ্য আটক। ছবি: বাসস

কুমিল্লা (দক্ষিণ), ২৪মার্চ,২০২৫ (বাসস) : জেলার সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযানে এক কোটি টাকার ভারতীয় অবৈধ মোবাইল ফোনসহ চোরাচালানী পণ্য আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

সোমবার দুপুর ২টায় এসব তথ্য জানান কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ।

বিজিবি সূত্র জানায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার ভোরে চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান ভারতীয় পরিচালনা করে। অভিযানে নোয়াপুর কাচিগাং মাঠ থেকে মালিক বিহীন অবস্থায় অবৈধ ২৫টি পুরাতন এবং ৯৬টি নতুন বিভিন্ন প্রকার মোবাইল ফোন আটক করে। যার মূল্য ৫১ লাখ ৯৯ হাজার ৮৫৪ টাকা।

অন্যদিকে সোমবার ভোর সাড়ে ৫টায় কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিবির বাজার বিওপির কটকবাজার পোষ্টের পাঁচথুবী হাইস্কুল সংলগ্ন এলাকা থেকে মালিক বিহীন অবস্থায় ভারতীয় অবৈধ ১৭ হাজার ৯৭০টি  বিভিন্ন প্রকার বাজি, ৫৮০ টি শাড়ি, ১৩৫ টি কাশ্মীরি শাল, ৫৭ টি শার্ট, ৩৯৬টি গেঞ্জি এবং একটি মিনি ট্রাক আটক করে। যার মূল্য ৫৬ লাখ ৩৭ হাজার ৪৫০ টাকা।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ জানান, জব্দ মালামাল কাস্টমস এ জমা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০