কুমিল্লায় ১ কোটি টাকার চোরাচালানী পণ্য আটক

বাসস
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১৬:২৬
কুমিল্লায় ১ কোটি টাকার চোরাচালানী পণ্য আটক। ছবি: বাসস

কুমিল্লা (দক্ষিণ), ২৪মার্চ,২০২৫ (বাসস) : জেলার সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযানে এক কোটি টাকার ভারতীয় অবৈধ মোবাইল ফোনসহ চোরাচালানী পণ্য আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

সোমবার দুপুর ২টায় এসব তথ্য জানান কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ।

বিজিবি সূত্র জানায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার ভোরে চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান ভারতীয় পরিচালনা করে। অভিযানে নোয়াপুর কাচিগাং মাঠ থেকে মালিক বিহীন অবস্থায় অবৈধ ২৫টি পুরাতন এবং ৯৬টি নতুন বিভিন্ন প্রকার মোবাইল ফোন আটক করে। যার মূল্য ৫১ লাখ ৯৯ হাজার ৮৫৪ টাকা।

অন্যদিকে সোমবার ভোর সাড়ে ৫টায় কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিবির বাজার বিওপির কটকবাজার পোষ্টের পাঁচথুবী হাইস্কুল সংলগ্ন এলাকা থেকে মালিক বিহীন অবস্থায় ভারতীয় অবৈধ ১৭ হাজার ৯৭০টি  বিভিন্ন প্রকার বাজি, ৫৮০ টি শাড়ি, ১৩৫ টি কাশ্মীরি শাল, ৫৭ টি শার্ট, ৩৯৬টি গেঞ্জি এবং একটি মিনি ট্রাক আটক করে। যার মূল্য ৫৬ লাখ ৩৭ হাজার ৪৫০ টাকা।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ জানান, জব্দ মালামাল কাস্টমস এ জমা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ট্রাম্পের ‘রাজনৈতিক হস্তক্ষেপের’ নিন্দা জানিয়ে চিঠি 
ঠাকুরগাঁওয়ের কেন্দ্রীয় জামে মসজিদ ভবনের নির্মাণ কাজ উদ্বোধন করলেন মির্জা ফখরুল
মেহেরপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত 
চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৬তম আসর বসছে ২৫ এপ্রিল
দোহায় ৪ নারী ক্রীড়াবিদকে পরিচয় করিয়ে দিলেন প্রধান উপদেষ্টা
সুনামগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ভারতীয় পণ্য জব্দ
লিড নিয়ে চা-বিরতিতে বাংলাদেশ
বাংলাদেশকে ৬২ কোটি ৬০ লক্ষ মার্কিন ডলার ঋণ দিবে কোরিয়া
বায়ার্নের অনুশীলনে ফিরেছেন নয়্যার ও উপামেকানো
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ১৬২০ মামলা
১০