নীলফামারী, ২৪ মার্চ, ২০২৫ (বাসস) : জেলায় উন্নত জাতের পাট চাষের প্রশিক্ষণ পেলন ৭৫ কৃষক। আজ সোমবার উপজেলা কৃষি বিভাগের প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপী ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় সকাল ১০টার দিকে প্রশিক্ষণের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। এ সময় ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপ-সচিব (মনিটরিং) মো. সাব্বীর আহমদ।
পাট অধিদপ্তর রংপুর অঞ্চলের সহকারী পরিচালক মো. সোলায়মান আলীর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এটিএম তৈবুর রহমান, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা নুররেজা সুলতানা প্রমুখ।
জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এটিএম তৈবুর রহমান জানান, সরকার পাট চাষে কৃষকদের উৎসাহিত করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক কৌশল সম্পর্কে সচেতন করা হচ্ছে, যাতে তারা পাট চাষে অধিক লাভবান হতে পারেন। প্রশিক্ষণ শেষে কৃষকদের মধ্যে পাটের তৈরি ব্যাগ ও উন্নতমানের পাটবীজ প্রদান করা হয়।