মুন্সীগঞ্জে ১৭৩ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

বাসস
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১৭:৪১

মুন্সীগঞ্জ, ২৪ মার্চ, ২০২৫ (বাসস): মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম ও সিপাহিপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত অবৈধ কারেন্ট জাল উৎপাদনকারী কারখানায় অভিযানে ১৭৩ কোটি ৪৯ লাখ টাকা মূল্যের  কারেন্ট জাল এবং মনোপিলামেন্ট সূতা জব্দ করে পুড়িয়ে ফেলছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়,  সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ কে এম হাসানুর রহমানের নেতৃত্বে রোববার  রাত ১০টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত  বাংলাদেশ কোষ্টগার্ড এবং মৎস্য অধিদপ্তর মুন্সীগঞ্জ এর সমন্বয়ে সদর উপজেলার মিরকাদিম এবং সিপাহীপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।এ সময় ৩ টি অবৈধ জাল তৈরির করখানা, ২টি গোডাউন ও ১টি আয়রন মিলে অভিযানকালে ৪ কোটি ৯৫ লাখ মিটার কারেন্ট জাল এবং জাল তৈরির কাজে ব্যবহৃত ৪০ হাজার মনোফিলামেন্ট সূতার  রিল  জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৭৩ কোটি ৪৯ লক্ষ টাকা।

জেলা মৎস্য কর্মকর্তা এ টি এম তৌফিক মাহমুদ বাসসকে বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মিরকাদিম এবং সিপাহীপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান কালে ১৭৩ কোটি ৪৯ লক্ষ টাকা মূল্যের  কারেন্ট জাল এবং  মনোপিলামেন্ট সূতা জব্দ করা হয়। পরে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসেম এবং কোষ্ট গার্ডের উপস্থিতে জব্দকৃত কারেন্টজাল ধলেম্বরী নদী তীরে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ট্রাম্পের ‘রাজনৈতিক হস্তক্ষেপের’ নিন্দা জানিয়ে চিঠি 
ঠাকুরগাঁওয়ের কেন্দ্রীয় জামে মসজিদ ভবনের নির্মাণ কাজ উদ্বোধন করলেন মির্জা ফখরুল
মেহেরপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত 
চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৬তম আসর বসছে ২৫ এপ্রিল
দোহায় ৪ নারী ক্রীড়াবিদকে পরিচয় করিয়ে দিলেন প্রধান উপদেষ্টা
সুনামগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ভারতীয় পণ্য জব্দ
লিড নিয়ে চা-বিরতিতে বাংলাদেশ
বাংলাদেশকে ৬২ কোটি ৬০ লক্ষ মার্কিন ডলার ঋণ দিবে কোরিয়া
বায়ার্নের অনুশীলনে ফিরেছেন নয়্যার ও উপামেকানো
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ১৬২০ মামলা
১০