মুন্সীগঞ্জ, ২৪ মার্চ, ২০২৫ (বাসস): মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম ও সিপাহিপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত অবৈধ কারেন্ট জাল উৎপাদনকারী কারখানায় অভিযানে ১৭৩ কোটি ৪৯ লাখ টাকা মূল্যের কারেন্ট জাল এবং মনোপিলামেন্ট সূতা জব্দ করে পুড়িয়ে ফেলছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ কে এম হাসানুর রহমানের নেতৃত্বে রোববার রাত ১০টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত বাংলাদেশ কোষ্টগার্ড এবং মৎস্য অধিদপ্তর মুন্সীগঞ্জ এর সমন্বয়ে সদর উপজেলার মিরকাদিম এবং সিপাহীপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।এ সময় ৩ টি অবৈধ জাল তৈরির করখানা, ২টি গোডাউন ও ১টি আয়রন মিলে অভিযানকালে ৪ কোটি ৯৫ লাখ মিটার কারেন্ট জাল এবং জাল তৈরির কাজে ব্যবহৃত ৪০ হাজার মনোফিলামেন্ট সূতার রিল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৭৩ কোটি ৪৯ লক্ষ টাকা।
জেলা মৎস্য কর্মকর্তা এ টি এম তৌফিক মাহমুদ বাসসকে বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মিরকাদিম এবং সিপাহীপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান কালে ১৭৩ কোটি ৪৯ লক্ষ টাকা মূল্যের কারেন্ট জাল এবং মনোপিলামেন্ট সূতা জব্দ করা হয়। পরে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসেম এবং কোষ্ট গার্ডের উপস্থিতে জব্দকৃত কারেন্টজাল ধলেম্বরী নদী তীরে পুড়িয়ে বিনষ্ট করা হয়।