মুন্সীগঞ্জে ১৭৩ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

বাসস
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১৭:৪১

মুন্সীগঞ্জ, ২৪ মার্চ, ২০২৫ (বাসস): মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম ও সিপাহিপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত অবৈধ কারেন্ট জাল উৎপাদনকারী কারখানায় অভিযানে ১৭৩ কোটি ৪৯ লাখ টাকা মূল্যের  কারেন্ট জাল এবং মনোপিলামেন্ট সূতা জব্দ করে পুড়িয়ে ফেলছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়,  সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ কে এম হাসানুর রহমানের নেতৃত্বে রোববার  রাত ১০টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত  বাংলাদেশ কোষ্টগার্ড এবং মৎস্য অধিদপ্তর মুন্সীগঞ্জ এর সমন্বয়ে সদর উপজেলার মিরকাদিম এবং সিপাহীপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।এ সময় ৩ টি অবৈধ জাল তৈরির করখানা, ২টি গোডাউন ও ১টি আয়রন মিলে অভিযানকালে ৪ কোটি ৯৫ লাখ মিটার কারেন্ট জাল এবং জাল তৈরির কাজে ব্যবহৃত ৪০ হাজার মনোফিলামেন্ট সূতার  রিল  জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৭৩ কোটি ৪৯ লক্ষ টাকা।

জেলা মৎস্য কর্মকর্তা এ টি এম তৌফিক মাহমুদ বাসসকে বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মিরকাদিম এবং সিপাহীপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান কালে ১৭৩ কোটি ৪৯ লক্ষ টাকা মূল্যের  কারেন্ট জাল এবং  মনোপিলামেন্ট সূতা জব্দ করা হয়। পরে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসেম এবং কোষ্ট গার্ডের উপস্থিতে জব্দকৃত কারেন্টজাল ধলেম্বরী নদী তীরে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুঁজিবাজারে ইনভেস্টমেন্ট ইকোসিস্টেম গড়ে তুলতে স্টেকহোল্ডারের মধ্যে সমন্বয় বাড়ানো প্রয়োজন
লন্ডনে টাওয়ার হ্যামলেটসের মেয়রের সঙ্গে আনোয়ার আলদীনের মতবিনিময়
বাংলাদেশ-জাপান উচ্চশিক্ষায় সহযোগিতা জোরদারে সম্মত
গাজাগামী ত্রাণবাহী নতুন নৌ-বহর আটকে দিয়েছে ইসরাইল
ঢাকা-সিলেট মহাসড়কে যানজট নিরসনে উড়াল সেতুর পরিকল্পনা নেওয়া হয়েছে : সড়ক উপদেষ্টা
বাসাবাড়িতে আর পাইপ লাইনের গ্যাস সংযোগ দেওয়া হবে না: জ্বালানি উপদেষ্টা
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে ১৪.৬ শতাংশ প্রবৃদ্ধি
বেসরকারি টিভি চ্যানেলসমূহের আচরণবিধি জনসম্মুখে প্রকাশ করতে তথ্য উপদেষ্টার আহ্বান
‘ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল এক্সপো’ শুরু বৃহস্পতিবার
খেলোয়াড়দের আগ্রহ এবং কল্যাণকে অগ্রাধিকার দেয় সিসিডিএম
১০